Viral Video

দুর্যোগের কবলে প্রমোদতরী! দাঁড়াতে পারছেন না যাত্রীরা, তছনছ আসবাব, প্রকাশ্যে ভয় ধরানো ভিডিয়ো

ভাইরাল সেই ভিডিয়োয় দেখা গিয়েছে, বাজে আবহাওয়ার কারণে উত্তাল সমুদ্র। তার মধ্যে দিয়ে এগিয়ে চলেছে একটি রয়্যাল ক্যারিবিয়ান প্রমোদতরী। তবে ঝাঁকুনির কারণে প্রমোদতরী এক দিকে হেলে যেতেই যাত্রীরাও হেলে পড়েছেন।

Advertisement
আনন্দবাজার অনলাইন ডেস্ক
শেষ আপডেট: ১৬ নভেম্বর ২০২৪ ০৮:০২
Passengers start screaming for life and furniture smashes after cruise ship tilts

ছবি: এক্স থেকে নেওয়া।

প্রবল ঝড়ে গর্জন করছে সমুদ্র। উথালপাথাল সাগরের জল। বড় বড় ঢেউ উঠছে। আর ঝড়ঝাপটা সামলে তার মধ্যেই এগিয়ে চলেছে বিশাল একটি প্রমোদতরী। তবে ঝাঁকুনিতে টালমাটাল অবস্থা হয়েছে প্রমোদতরীর ভিতরে থাকা যাত্রীদের। ঝাঁকুনিতে সোজা দাঁড়িয়ে থাকা দুষ্কর হয়ে উঠেছে তাঁদের জন্য। বিভিন্ন আসবাবও পড়ে যাচ্ছে। সেই ঘটনার একটি ভিডিয়ো ইতিমধ্যেই প্রকাশ্যে এসেছে। ভাইরালও হয়েছে সেই ভিডিয়ো। যদিও ভিডিয়োটির সত্যতা যাচাই করেনি আনন্দবাজার অনলাইন।

Advertisement

ভাইরাল সেই ভিডিয়োয় দেখা গিয়েছে, খারাপ আবহাওয়ার কারণে উত্তাল সমুদ্র। তার মধ্যে দিয়ে এগিয়ে চলেছে একটি রয়্যাল ক্যারিবিয়ান প্রমোদতরী। তবে ঝাঁকুনির কারণে প্রমোদতরী এক দিকে হেলে যেতেই যাত্রীরাও হেলে পড়েছেন। আতঙ্কে চিৎকার শুরু করেছেন তাঁরা। জীবন বিপন্ন দেখে অনেকে দৌড়দৌড়ি শুরু করেছেন। প্রমোদতরীর মধ্যে থাকা আসবাবগুলিও এ দিক থেকে ও দিক ছিটকে পড়ছে। ভেঙে তছনছ হয়ে যাচ্ছে গ্লাস-বাটি-প্লেট। সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, গত ৭ নভেম্বর ঘটনাটি ঘটে। শক্তিশালী হারিকেনের কবলে পড়ে প্রমোদতরীটি। যদিও প্রমোদতরীটি বড় কোনও দুর্ঘটনার কবলে পড়েনি। তবে কয়েক জন যাত্রী এবং প্রমোদতরীর কর্মী আহত হয়েছেন।

এক্স হ্যান্ডলে ভাইরাল ভিডিয়োটি ইতিমধ্যেই বহু মানুষ দেখেছেন। প্রায় আড়াই কোটি বার দেখা হয়েছে ভিডিয়োটি। লাইক-কমেন্টের ঝড় উঠেছে। ওই ঘটনা নিয়ে উদ্বেগ প্রকাশ করে এক জন নেটাগরিক লিখেছেন, ‘‘কী ভয়ানক! এই কারণেই আমি কখনও প্রমোদতরীতে যাত্রা করি না।’’

Advertisement
আরও পড়ুন