Kolkata Metro

পর পর দুই রবিবার বন্ধ থাকবে কলকাতার একটি রুটের মেট্রো, চলবে কাজ

মেট্রোর তরফে জানানো হয়েছে, রবিবার সম্পূর্ণ লাইনে ইন্টারলকিংয়ের কাজ চলার কারণে হাওড়া ময়দান-এসপ্ল্যানেড রুটে বন্ধ থাকবে পরিষেবা।

Advertisement
আনন্দবাজার অনলাইন সংবাদদাতা
শেষ আপডেট: ১০ জানুয়ারি ২০২৫ ২০:৪৭
পর পর দুই রবিবার সমস্যায় পড়তে পারেন মেট্রো যাত্রীরা।

পর পর দুই রবিবার সমস্যায় পড়তে পারেন মেট্রো যাত্রীরা। — ফাইল চিত্র।

পর পর দুই রবিবার গ্রিন লাইন ২-এ বন্ধ থাকবে মেট্রো পরিষেবা। আগামী ১২ এবং ১৯ জানুয়ারি হাওড়া ময়দান-এসপ্ল্যানেড রুটে মেট্রো চলবে না। এমনিতে রবিবার দুপুর ২টোর পর থেকে ওই রুটে মেট্রো চলাচল শুরু হয়। ওই দুই রবিবার তা-ও চলবে না।

Advertisement

খুব শীঘ্রই হাওড়া ময়দান থেকে সেক্টর ফাইভ পর্যন্ত টানা মেট্রো পরিষেবা শুরু হবে। মেট্রোর তরফে জানানো হয়েছে, রবিবার সম্পূর্ণ লাইনে ইন্টারলকিংয়ের কাজ চলার কারণে হাওড়া ময়দান-এসপ্ল্যানেড রুটে বন্ধ থাকবে পরিষেবা। সল্টলেক-হাওড়া রুটে ট্রায়াল চলবে।


এমনিতে রবিবার গ্রিন লাইন-১, অর্থাৎ সল্টলেক সেক্টর ফাইভ-শিয়ালদহ রুটে মেট্রো পরিষেবা বন্ধ থাকে। গ্রিন লাইন-২-এ দুপুর ২টো থেকে চালু হয় মেট্রো। কিন্তু ১২ এবং ১৯ তারিখ ওই রুটে পুরোপুরি বন্ধ থাকছে মেট্রো। ওই দিন অফিস, স্কুল, কলেজ বন্ধ থাকায় নিত্যযাত্রীরা সমস্যায় পড়বেন না। কিন্তু বেড়াতে বেরিয়ে বিপাকে পড়তে পারেন সাধারণ মানুষ।

Advertisement
আরও পড়ুন