viral video of mannequin

ট্রেডমিলে হাঁটছে জীবন্ত ম্যানিকুইন, চিনের মলের দৃশ্য দেখে চমকাল সমাজমাধ্যম

ভিডিয়োয় দেখা গিয়েছে দু’জোড়া মডেল নতুন পোশাক পরে ম্যানিকুইন রাখার জায়গায় ট্রেডমিলে হাঁটছেন।

Advertisement
আনন্দবাজার অনলাইন ডেস্ক
কলকাতা শেষ আপডেট: ১৪ নভেম্বর ২০২৪ ১০:৫০
Models walking on treadmills outside a mall replacing mannequin’s

ছবি: এক্স থেকে নেওয়া।

পোশাকের বিপণিতে ট্রেড মিলে হেঁটে বেড়াচ্ছে জীবন্ত ম্যানিকুইন। যা দেখে চমকে উঠেছেন উপস্থিত জনতা। পুতুল কী ভাবে হেঁটেচলে বেড়াতে পারে। সম্প্রতি সেই অদ্ভুত ঘটনার ভিডিয়ো ছড়িয়ে পড়েছে সমাজমাধ্যমের পাতায়। যা মুহূর্তের মধ্যেই ভাইরাল হয়েছে। কারণ, ম্যানিকুইনের মতো দেখতে হলেও আসলে তাঁরা রক্তমাংসে গড়া মানুষ। ‘সায়েন্স গার্ল’ নামের একটি অ্যাকাউন্ট থেকে এই ভিডিয়োটি প্রকাশ করা হয়েছে। (যদিও এই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার অনলাইন।)

Advertisement

ভিডিয়োয় দেখা গিয়েছে দু’জোড়া মডেল নতুন পোশাক পরে ম্যানিকুইন রাখার জায়গায় ট্রেডমিলে হাঁটছেন। এটি আসলে একটি পোশাক বিপণির বিপণন কৌশল। পোশাক পরে হাঁটলে চললে কেমন দেখতে লাগবে তা ক্রেতাদের সামনাসামনি পরখ করে দেখাতেই এই ব্যবস্থা করেছে চিনা পোশাকের ব্র্যান্ডটি। একটি মলে দর্শকদের নজর কেড়েছে গোটা বিষয়টি। কেনাকাটা থামিয়ে মডেলের সামনে ভিড় জমান ক্রেতারা। অনেকে গোটা বিষয়টি ক্যামেরাবন্দি করে রাখেন। সমাজমাধ্যমেও বিষয়টি নিয়ে চর্চা শুরু হয়েছে।

ভিডিয়োটি পোস্ট হওয়ার পর ৫০ লক্ষ বার দেখা হয়েছে। কয়েক দিন আগে দুবাইয়ের একটি মলের একই ধরনের ভিডিয়ো ছড়িয়ে পড়েছিল সমাজমাধ্যমে। তবে সেই ভিডিয়ো নিয়ে ব্যাপক সমালোচনা শুরু হয়েছিল। অনেকেই বিষয়টিকে অমানবিক বলে মন্তব্য করেন। চিনের মলের এই ভিডিয়োটি নিয়ে সমালোচনা হলেও অনেকে বিষয়টি নিয়ে মজার মন্তব্য করেছেন। অনেক সমাজমাধ্যম ব্যবহারকারী মন্তব্য করেছেন এই ভাবে কসরত করার বদলে যদি টাকা পাওয়া যায় তাতে মন্দ কী! অনেকে আবার এই ভাবে ট্রেডমিলে হাঁটার নিরাপত্তা নিয়েও প্রশ্ন তুলেছেন।

আরও পড়ুন
Advertisement