Nimrat Kaur-Abhishek bachchan

অভিষেকের সঙ্গে সম্পর্কের গুঞ্জন! ঘোমটা মাথায় গুরুদ্বারে নিমরত, চুপ করালেন আঙুলের ইশারায়!

অভিষেকের সঙ্গে তাঁর আদৌ সম্পর্ক আছে কি না, তা নিয়ে জল্পনার অন্ত নেই। গুঞ্জনের মধ্যেই ভিন্ন রূপে ধরা দিলেন নিমরত। ছবিশিকারি দেখা মাত্রই ঠোঁটে আঙুল ছুঁয়ে বললেন, ‘‘চুপ’’।

Advertisement
আনন্দবাজার অনলাইন ডেস্ক
শেষ আপডেট: ১৫ নভেম্বর ২০২৪ ১৯:০৪
(বাঁ দিকে)  অভিষেক বচ্চন। নিমরত কৌর (ডান দিকে) ।

(বাঁ দিকে) অভিষেক বচ্চন। নিমরত কৌর (ডান দিকে) । ছবি: সংগৃহীত।

বেশ কিছু দিন ধরেই বলিপাড়ায় গুঞ্জন, দীর্ঘ দাম্পত্য ভাঙতে চলেছে। এক দিকে প্রাক্তন বিশ্বসুন্দরী ঐশ্বর্যা রাই বচ্চন, অন্য দিকে বলিউডের শাহেনশাহ অমিতাভ-পুত্র অভিষেক বচ্চন। তাই আলোচনার বহর একটু হলেও বেশি। যদিও বিচ্ছেদ প্রসঙ্গে মুখ খোলেননি দু’জনের কেউই। তবে ভাঙনের কারণ হিসাবে নাকি দায়ী করা হচ্ছে অভিষেকের ‘দসভি’ ছবির সহ-অভিনেত্রী নিমরত কৌরকে। সমাজমাধ্যম জুড়ে এখন বচ্চন পরিবারকে নিয়ে ফিসফাস। নিমরতকে নিয়ে নানা ধরনের মিম ছড়িয়েছে নেটদুনিয়ায়। ব্যক্তিগত জীবনে মানুষের অনধিকার চর্চা নিয়ে দিনকয়েক আগে মুখ খোলেন নিমরত। বিভিন্ন সময় নানা ইঙ্গিতপূর্ণ পোস্ট করেছেন সমাজমাধ্যমে। তাঁকে নিয়ে যখন নিত্যদিন চর্চা, তিনি যেখানেই যাচ্ছেন, পিছু নিচ্ছেন ছবিশিকারিরা। অভিষেকের সঙ্গে তাঁর আদৌ সম্পর্ক রয়েছে কি না তা নিয়ে যখন জল্পনা তুঙ্গে, ভিন্ন রূপে ধরা দিলেন নিমরত। ছবিশিকারি দেখা মাত্রই ঠোঁটে আঙুল ছুঁয়ে বললেন, ‘চুপ’।

Advertisement

শুক্রবার গুরুনানক জয়ন্তী উপলক্ষে সান্তাক্রজ় এলাকার এক গুরুদ্বারে দেখা গেল নিমরতকে। একেবারে ঘরোয়া মেয়ে যেন। পরনে পেস্তা রঙের চুড়িদার। মাথা ঢাকা দেওয়া ওড়না দিয়ে। গুরুদ্বারের রীতি মেনে ওড়না মাথায় দিয়েই প্রবেশ করেন নিমরত। কখনও পুণ্যার্থীদের মধ্যে ‘কাড়া প্রসাদ’ বিতরণ করছেন, আবার কখনও সকলকে খাবার পরিবেশন করছেন। ছবিশিকারিদের দেখা মাত্রই মুখে হাসি, বিরক্তির লেশমাত্র নেই! শুধু আঙুল দিয়ে চুপ করতে বলেন। গুরুদ্বারে চিৎকার- চেঁচামেচি করতে নিষেধ করেন অভিনেত্রী। তবে আলোকচিত্রীদের চা খাওয়ালেন, প্রসাদ বিতরণও করলেন। অভিনেত্রীর এই ব্যবহার মন কেড়েছে নেটাগরিকদের।

Advertisement
আরও পড়ুন