Border Gavaskar Trophy

৮৪৪২ টাকা! নিজের উইকেটের দাম ঠিক করে পন্থকে চ্যালেঞ্জ বুমরার, হেরেও দিলেন না টাকা

বর্ডার-গাওস্কর ট্রফির প্রস্তুতি সারছে ভারতীয় দল। প্রস্তুতিতে কোনও ফাঁক রাখতে চাইছেন না কোচ গৌতম গম্ভীর। তার মধ্যেই সুযোগ পেলে নিজেদের মধ্যে মজা, রসিকতায় মাতছেন ক্রিকেটারেরা।

Advertisement
আনন্দবাজার অনলাইন ডেস্ক
কলকাতা শেষ আপডেট: ১৫ নভেম্বর ২০২৪ ১৯:১১
picture of Jasprit Bumrah and Rishabh Pant

(বাঁ দিকে) যশপ্রীত বুমরা এবং ঋষভ পন্থ (ডান দিকে)। ছবি: বিসিসিআই।

পার্‌থে বর্ডার-গাওস্কর ট্রফির প্রস্তুতি সারছেন ভারতীয় দলের ক্রিকেটারেরা। শুক্রবার অনুশীলনে নিজের উইকেটের দাম ঠিক করে ঋষভ পন্থকে চ্যালেঞ্জ ছুড়ে দিলেন যশপ্রীত বুমরা। নেটে ব্যাটিং অনুশীলন করার সময় পন্থকে বুমরা বলেন, তাঁকে আউট করতে পারলে ১০০ ডলার (ভারতীয় মূল্যে ৮৪৪২ টাকা) দেবেন।

Advertisement

টেস্ট সিরিজ়ের প্রস্তুতিতে কোনও রকম ফাঁক রাখতে চাইছে না ভারতীয় শিবির। বোলারদের ব্যাটিং অনুশীলনেও গুরুত্ব দেওয়া হচ্ছে। শুক্রবার নেটে ব্যাট করছিলেন বুমরা। তাঁকে বল করছিলেন ভারতীয় দলের বোলিং কোচ মর্নি মর্কেল। এগিয়ে আসেন পন্থ। তিনিও বুমরাকে বল করতে চান। তখন বুমরা সতীর্থকে চ্যালেঞ্জ ছুড়ে দেন। বলেন, আউট করতে পারলে ১০০ ডলার দেবেন।

মর্কেলের পরামর্শ নিয়ে বুমরাকে বল করতে শুরু করেন পন্থ। উইকেটরক্ষক-ব্যাটারের প্রথম দু’টি বল স্বচ্ছন্দে খেলেন বুমরা। তার পর মর্কেলের পরামর্শে বুমরাকে খাটো লেংথের বল করেন পন্থ। সেই বল হুক করে উড়িয়ে দেন ভারতীয় দলের জোরে বোলার। তা দেখেই পন্থ আউটের আবেদন করেন। তিনি দাবি করেন, বুমরা ক্যাচ আউট হয়ে যাবেন। যে জায়গায় বল পড়বে, সেখানে ফিল্ডার থাকে। পন্থকে সমর্থন করেন মর্কেলও। কিন্তু পাল্টা যুক্তি দেন বুমরা। তিনি বলেন, প্রথমত পন্থের বোলিং ভঙ্গি অবৈধ। তাই তিনি আউট নন। দ্বিতীয়ত, অন সাইডে কি সাত জন ফিল্ডার থাকবে? যে তিনি এই শটে আউট হবেন! কোনও ভাবেই আউট হননি তিনি। তাই ১০০ ডলার দেওয়ার কোনও প্রশ্ন নেই। বুমরার যুক্তি শুনে হেসে ফেলেন পন্থ।

ভারতীয় দলের অনুশীলনের মজার এই অংশের ভিডিয়ো সমাজমাধ্যমে ক্রিকেটপ্রেমীদের সঙ্গে ভাগ করে নিয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)। আগামী ২২ নভেম্বর থেকে পার্‌থে শুরু হবে ভারত-অস্ট্রেলিয়া প্রথম টেস্ট। পাঁচ ম্যাচের সিরিজ় খেলবে দু’দল।

Advertisement
আরও পড়ুন