ছবি: সংগৃহীত।
হাত থেকে মোবাইল পড়ল গরম তেলে। আর তাতে ঘটল মর্মান্তিক এক ঘটনা। তেল ছিটকে এসে পড়ল যুবকের গায়ে। সারা শরীর বিশ্রী ভাবে পুড়ে গিয়ে মারা গেলেন এক যুবক। শুক্রবার রাতে ঘটনাটি ঘটেছে মধ্যপ্রদেশের ভিন্দে। সংবাদমাধ্যম সূত্রে জানা গিয়েছে, নিহতের নাম চন্দ্রপ্রকাশ। তিনি ভিন্দের লাহার এলাকার বাসিন্দা। রান্না করার সময় ফুটন্ত তেলের পাত্রে মোবাইল ফোনটি পড়ে যাওয়ায় ব্যাটারিটি ফেটে যায়। প্রবল বিস্ফোরণ ঘটে যায় মুহূর্তের মধ্যে। সারা গায়ে তেল ছড়িয়ে পড়ে চন্দ্রপ্রকাশের। মৃতের কাকা জানিয়েছেন, চন্দ্রপ্রকাশ রান্নাঘরে খাবার তৈরি করছিলেন। একই সঙ্গে তিনি মোবাইল ফোনটি হাতে নিয়ে দেখছিলেন।
অসাবধানে তেলের মধ্যে ফোনটি পড়ে যেতেই বিস্ফোরণ হয়ে তেল ছিটকে পড়ে ও আগুন ধরে যায়। প্রথমে তাঁকে লাহারের সরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। চিকিৎসকেরা তাঁকে উন্নত চিকিৎসার জন্য গোয়ালিয়রের হাসপাতালে নিয়ে যাওয়ার পরামর্শ দেন। যানজটের কারণে অ্যাম্বুল্যান্স আসতে দেরি হয়। বিকল্প রাস্তা খুঁজে গোয়ালিয়রের হাসপাতালে পৌঁছতে দু’ঘণ্টা দেরি হয়। গোয়ালিয়রে যাওয়ার পথেই মারা যান চন্দ্রপ্রকাশ। মৃত্যুর কারণ হিসাবে অ্যাম্বুল্যান্সের দেরিকেই দায়ী করেছেন পরিবারের সদস্যেরা।