viral news of lottery

শব্দের ধাঁধার উত্তর দিয়ে বাজিমাত! কুমড়ো বিক্রির টাকায় কোটি টাকার লটারি জিতলেন যুবক

আমেরিকার উত্তর ক্যারোলিনার এক ব্যক্তি নিজের বাগানের কুমড়ো বিক্রি করে এই বিপুল পরিমাণ অর্থ জিতে নেন।

Advertisement
আনন্দবাজার অনলাইন ডেস্ক
কলকাতা শেষ আপডেট: ১৪ অক্টোবর ২০২৪ ১০:২১
Man wins 1 crore lottery selling pumpkins from his garden

—প্রতীকী ছবি।

কুমড়ো বিক্রি করে পেয়েছিলেন ৮৩৫ টাকা। সেই টাকা দিয়ে লটারির টিকিট কেটে কোটিপতি হলেন এক ব্যক্তি। আমেরিকার উত্তর ক্যারোলিনার এক ব্যক্তি নিজের বাগানের কুমড়ো বিক্রি করে, সেই টাকায় লটারির টিকিট কিনে এই বিপুল পরিমাণ অর্থ জিতে নেন। রয় স্টোরি নামের ওই ব্যক্তি হ্যালোউইন উপলক্ষে প্রতি বছরই কুমড়ো বিক্রি করেন। এ বছর একটি কুমড়ো বিক্রি করে ৮৩৫ টাকা পান রয়। তা দিয়ে ৪২৭ টাকার একটি লটারির টিকিট কিনে তা থেকে ১ কোটি ২৬ হাজার টাকা জিতে নেন। একটি সংবাদমাধ্যমে দেওয়া সাক্ষাৎকারে রয় জানান, ‘‘একটি কুমড়ো থেকে যা আয় হয় তা আমি টিকিট কেনার জন্য ব্যবহার করেছি।’’ রয় জানিয়েছেন, তিনি শব্দের ধাঁধা খেলতে পছন্দ করেন। সে কারণে এলিজাবেথ সিটির ‘সান ফার্মস স্টোর’ থেকে একটি টিকিট কেনেন, যার পুরস্কারমূল্য ছিল কোটি টাকারও বেশি।

Advertisement

লটারি জয়ের প্রাথমিক বিস্ময় কাটিয়ে উঠতে পারেননি রয়। তিনি ভেবেছিলেন হয়তো ৮০ হাজার টাকা পুরস্কার জিতেছেন। পরে পুরস্কারের অঙ্ক দেখে নিজের চোখকে বিশ্বাস করতে পারেননি তিনি। পুরো অর্থই অন্য ব্যবসায় বিনিয়োগ করার সিদ্ধান্ত নিয়েছেন বলে সংবাদমাধ্যমে জানিয়েছেন রয়।

আরও পড়ুন
Advertisement