viral video

অটোর ভিতর থেকে মুখ বাড়িয়ে ওটা কী? সওয়ারির হাল দেখে সমালোচনার ঝড়

সমাজমাধ্যম ইনস্টাগ্রামের পাতায় ছড়িয়ে পড়েছে এই অদ্ভুত ভিডিয়ো যা দেখে সমালোচনার ঝড় বয়েছে সমাজমাধ্যমে।

Advertisement
আনন্দবাজার অনলাইন ডেস্ক
কলকাতা শেষ আপডেট: ১৩ অক্টোবর ২০২৪ ১২:৩৪
A small horse was seen carried in an auto rickshaw

ছবি: ইনস্টাগ্রাম থেকে নেওয়া।

নভি মুম্বইয়ের ব্যস্ত রাস্তায় বেশ জোরেই চলছে একটি অটো। পথচলতি মানুষ হাঁ করে তাকিয়ে সেই অটোর দিকে। কারণ অটোর সওয়ারি কোনও মানুষ নয়। আস্ত একটা ঘোড়া! ১০ অক্টোবর সমাজমাধ্যম ইনস্টাগ্রামের পাতায় ছড়িয়ে পড়েছে এই অদ্ভুত ভিডিয়ো। সুধীর কুডালকর নামে এক পুলিশ আধিকারিক নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে এই ভিডিয়োটি প্রকাশ করেন। ভিডিয়ো দেখে সমালোচনার ঝড় বয়েছে সমাজমাধ্যমে। পশুপ্রেমী ও বন্যপ্রাণ সংরক্ষণ সংস্থার পক্ষ থেকে বিষয়টিকে পশু নির্যাতন বলে দাবি করা হয়েছে। (যদিও ভিডিয়োটির সত্যতা যাচাই করেনি আনন্দবাজার অনলাইন)।

Advertisement

ভিডিয়োয় দেখা গিয়েছে একটি অটোর মধ্যে কোনও মতে দাঁড়িয়ে রয়েছে একটি ছোট ঘোড়া। যার মাথা অটোর এক দিক থেকে এবং পিছনের দিকটি অন্য দিক থেকে বেরিয়ে রয়েছে। অটোটি যে গতিতে চলছিল তাতে পশুটির সঙ্গে অন্য গাড়ির ধাক্কা লাগার আশঙ্কা তৈরি হয়েছিল। ভিডিয়োটি দেখে শিউরে উঠেছেন সমাজমাধ্যম ব্যবহারকারীরা। ঘটনাটি প্রথমে নজরে আসে পশু অ্যাম্বুল্যান্সচালক যোগেশ শিন্ডের। তিনি দ্রুত থানায় অভিযোগ দায়ের করেন। তিনি ওই ভিডিয়োটি সমাজমাধ্যমে পোস্ট করে অটো এবং ঘোড়ার মালিকদের শনাক্ত করার জন্য অনুরোধ করেছিলেন। শিন্ডে সংবাদমাধ্যমে জানান, তিনি এই প্রথম একটি ঘোড়াকে এত ছোট গাড়িতে নিয়ে যেতে দেখলেন। যা নিঃসন্দেহে পশু নিষ্ঠুরতা। তাই তিনি এই ঘটনাটি পুলিশ এবং ‘পেটা’কে জানিয়েছেন।

আরও পড়ুন
Advertisement