ছবি: ভিডিয়ো থেকে নেওয়া।
রাস্তায় দ্রুত বেগে ছুটছে অটো। ভিতরে বসে রয়েছেন যাত্রীরা। কিন্তু অটোর ভিতর নয়, সোজা অটোর ছাদেই চড়ে বসলেন এক তরুণ। ছাদে চড়ে সেখানে শুয়ে পড়লেন তিনি। চলন্ত অটোর ছাদে শুয়ে থাকা অবস্থায় এক তরুণের ভিডিয়ো সমাজমাধ্যমে ছড়িয়ে পড়েছে (যদিও এই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার অনলাইন)।
‘ঘর কে কলেশ’ নামের অ্যাকাউন্ট থেকে এক্স (সাবেক টুইটার) হ্যান্ডলের পাতায় একটি ভিডিয়ো পোস্ট করা হয়েছে। ভিডিয়োয় দেখা যাচ্ছে যে, চলন্ত অটোর ছাদে শুয়ে রয়েছেন এক তরুণ। রাস্তা দিয়ে দ্রুত বেগে সেই অটোটি ছুটে চলেছে। ঘটনাটি কোথায় ঘটেছে সে বিষয়ে কিছু জানা যায়নি।
তবে ভিডিয়োটি সমাজমাধ্যমে ছড়িয়ে যাওয়ার পর নেটপাড়ায় একাধিক প্রশ্ন উঠেছে। কেউ কেউ তরুণের এমন আচরণ দেখে সন্দেহ প্রকাশ করে মন্তব্য করেছেন, ‘‘এ তো বলিউডি অ্যাকশন ছবির দৃশ্য! নিশ্চয়ই রিল তৈরির জন্যই এমন কাণ্ড ঘটিয়েছেন তিনি। যদি কোনও বিপদ ঘটে যেত!’’ আবার নেটাগরিকদের একাংশের মন্তব্য, অটোয় বসার জায়গা পাননি তিনি। তাই বাধ্য হয়ে ছাদের উপর উঠে পড়েছেন। এক জন এই প্রসঙ্গে লিখেছেন, ‘‘গন্তব্যে যাওয়ার এতই তাড়া ছিল যে পরবর্তী ফাঁকা অটোর জন্যও অপেক্ষা করতে পারেননি তরুণ।’’