ছবি: ইনস্টাগ্রাম।
জেগে উঠেছে আগ্নেয়গিরি। অগ্ন্যুৎপাতের মুহূর্ত চাক্ষুষ করতে ওই আগ্নেয়গিরির কাছেই শুয়ে পড়লেন এক যুবক। অগ্ন্যুৎপাত শুরু হওয়ার ঘটনা ক্যামেরাবন্দিও করলেন। এমনই একটি ঘটনার ভিডিয়ো ইতিমধ্যেই হইচই ফেলেছে সমাজমাধ্যমে। ভাইরালও হয়েছে ভিডিয়োটি (যদিও সেই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম)। ঘটনাটি কোথায় এবং কবে ক্যামেরাবন্দি করা হয়েছে তা-ও ওই ভিডিয়ো থেকে স্পষ্ট নয়।
সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, দুঃসাহসিক কাজ করা ওই যুবকের নাম এচা থাওইল। তিনি একজন বিষয়স্রষ্টা (কন্টেন্ট ক্রিয়েটর)। চলতি বছরের জানুয়ারিতে ইন্দোনেশিয়ার ডুকোনো আগ্নেয়গিরির কাছে ঘুরতে গিয়েছিলেন তিনি। অগ্ন্যুৎপাতের দৃশ্য দেখার জন্য শুয়ে পড়েছিলেন আগ্নেয়গিরির কাছের পাহাড়ের ধারে।
ভাইরাল হওয়া ভিডিয়োয় দেখা গিয়েছে, আগ্নেয়গিরির কাছের পাহাড়ের চূড়ায় শুয়ে নীচের দিকে উঁকি মেরে দেখছেন এচা। এমন সময় বিশাল শব্দ করে আগ্নেয়গিরি ফেটে অগ্ন্যুৎপাত শুরু হয়। আগ্নেয়গিরির মুখ থেকে গলগল করে বিষাক্ত ধোঁয়া বেরোতে থাকে। চারদিক সেই ধোঁয়ায় ভরে যায়। তবে যুবক ভয় পাননি। বিরল দৃশ্য দেখার সুযোগ হওয়ায় উচ্ছ্বসিত হয়ে পড়েন তিনি। আনন্দ প্রকাশ করতে দেখা যায় তাঁকে। সেই ভিডিয়োই প্রকাশ্যে এসেছে।
ইনস্টাগ্রামে প্রকাশ্যে আসার পর থেকে বহু মানুষ সেই ভিডিয়ো দেখেছেন। লক্ষ লক্ষ বার দেখা হয়েছে ভিডিয়োটি। লাইক-কমেন্টের ঝড় উঠেছে সমাজমাধ্যমে। ভিডিয়ো দেখে নেটাগরিকদের অনেকে মজার মজার মন্তব্য করলেও অনেকে আবার উদ্বেগ প্রকাশ করেছেন। এক নেটাগরিক লিখেছেন, “ভাল ছবি তোলা ভাল। কিন্তু তার জন্য জীবনের ঝুঁকি নেওয়ার দরকার নেই।’’