ছবি: ভিডিয়ো থেকে নেওয়া।
নিজের মতো জঙ্গলের মধ্যে ঘোরাফেরা করছিল একটি বাঁদর। তার দিকে ক্যামেরা তাক করা রয়েছে দেখেই চমকে উঠল সে। মানুষের মতো দু’পায়ে দাঁড়িয়ে দিল সেখান থেকে দৌড়। যেন দৌড় প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছে সে। সমাজমাধ্যমে এমনই একটি ভিডিয়ো ছড়িয়ে পড়েছে (যদিও এই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার অনলাইন)।
‘ট্র্যাভলি’ নামের অ্যাকাউন্ট থেকে ইনস্টাগ্রামের পাতায় একটি ভিডিয়ো পোস্ট করা হয়েছে। সেই ভিডিয়োয় দেখা গিয়েছে যে, ম্যাকাকা প্রজাতির একটি বাঁদর দৌড়ে পালাচ্ছে। তবে তার দৌড়নোর ধরন দেখে অবাক হয়েছেন নেটাগরিকদের অধিকাংশ। মানুষের মতো দু’পায়ে দাঁড়িয়ে ছুটে পালাচ্ছে সে। মানুষ জোরে দৌড়নোর সময় যে ভাবে হাত নাড়িয়ে দৌড়য়, ঠিক সে ভাবেই দৌড়ে পালিয়ে যায় বাঁদরটি। ঘটনাটি ইন্দোনেশিয়ায় ঘটেছে।
আসলে বাঁদরটির ছবি তুলবেন বলে তার দিকে ক্যামেরা তাক করেছিলেন এক ব্যক্তি। ক্যামেরা দেখেই চমকে ওঠে বাঁদরটি। তৎক্ষণাৎ সেখান থেকে ছুটে পালিয়ে যায় সে। ভিডিয়োটি দেখে বিস্ময় প্রকাশ করে এক জন নেটব্যবহারকারী লিখেছেন, ‘‘বাঁদরটি অবিকল মানুষের মতো দৌড়চ্ছে। এ-ও কী সম্ভব?’’ আবার এক জন লিখেছেন, ‘‘বাঁদরটির পালিয়ে যাওয়া দেখে আমার খুব হাসি পাচ্ছে। ক্যামেরা দেখেই দৌড় দিয়েছে একেবারে।’’