
ইংল্যান্ডের বিরুদ্ধে পঞ্চম টি-টোয়েন্টি ম্যাচে শতরানের পর আলোচনায় উঠে এসেছেন বিধ্বংসী ব্যাটার অভিষেক শর্মা। তাঁর ব্যাটিংয়ে মুগ্ধ ক্রিকেট বিশেষজ্ঞেরা। তবে বাইশ গজের বাইরেও তরুণ ব্যাটারকে নিয়ে আলোচনা খুব একটা কম হয় না। অভিষেক তাঁর প্রেমজীবন নিয়েও চর্চায় রয়েছেন।

ওয়াংখেড়ে স্টেডিয়ামে অভিষেকের শতরান দেখে তাঁর ছবি অনুরাগীদের পাশাপাশি সমাজমাধ্যমে ভাগ করে নিয়েছিলেন এক তরুণী। ইনস্টাগ্রামে অভিষেকের ছবি ‘স্টোরি’ বিভাগে পোস্ট করে সেই তরুণী আবার জানিয়েছিলেন, অভিষেককে নিয়ে গর্বিত তিনি। তার পর থেকেই চর্চায় এসেছেন তিনি।

তরুণীর নাম লয়লা ফয়জ়ল। কানাঘুষো শোনা যায়, বাঁহাতি ব্যাটার অভিষেকের সঙ্গে নাকি বহু দিন ধরে সম্পর্কে রয়েছেন লয়লা।

ক্রিকেটজগতের সঙ্গে দূরদূরান্তে কোনও সম্পর্ক নেই লয়লার। বরং তাঁর পেশা অনেকটাই বিনোদনজগতের দিকে ঘেঁষা।

পেশায় ফ্যাশনশিল্পী লয়লা। নিজস্ব একটি ফ্যাশন সংস্থাও রয়েছে তাঁর। ২৪ বছরের এই তরুণী বাবা-মা এবং বোনের সঙ্গে দিল্লিতে থাকেন।

‘লিঙ্কড্ইন’ থেকে জানা যায়, দিল্লিতে স্কুলের পড়াশোনা শেষ করে উচ্চশিক্ষার জন্য বিদেশে পাড়ি দেন লয়লা। মনোবিদ্যা নিয়ে লন্ডনের একটি কলেজ থেকে স্নাতক ডিগ্রি অর্জন করেন তিনি।

স্নাতক হওয়ার পর লন্ডন থেকে ফ্যাশন ডিজ়াইনিংয়ের পাশাপাশি ‘মার্কেটিং অ্যান্ড স্টাইলিং’ নিয়েও নানা ধরনের প্রশিক্ষণ নেন লয়লা।

পড়াশোনা শেষ করে দিল্লি ফিরে যান লয়লা। ফ্যাশনের দুনিয়ায় নিজের কেরিয়ার গড়ে তুলবেন বলে সিদ্ধান্ত নেন তিনি।

ছবিশিকারিদের ক্যামেরার লেন্সে একাধিক বার অভিষেক এবং লয়লাকে একসঙ্গে দেখা গিয়েছে। কিন্তু দু’জনেই তাঁদের সম্পর্ক নিয়ে মুখে কুলুপ এঁটে রয়েছেন।

২০২২ সালে নিজের সংস্থা খোলেন লয়লা। প্রধানত মহিলাদের জন্য নজরকাড়া পোশাক তৈরি করে খ্যাতি পেয়েছেন তিনি।

সমাজমাধ্যমে লয়লার অনুগামীর সংখ্যা ৩০ হাজারের গণ্ডি পার করে ফেলেছে। যদিও নিজের অ্যাকাউন্টে তালা লাগিয়ে রেখেছেন তরুণী।

তবে এই প্রথম বার নয়। এর আগে অভিষেকের সঙ্গে নাম জড়িয়েছিল অন্য এক তরুণীর। তাঁর নাম তানিয়া সিংহ। তবে তিনি মারা গিয়েছেন।

কয়েক বছর মডেল হিসাবে কাজ করেছিলেন তানিয়া। ২০২৪ সালের ফেব্রুয়ারি মাসে তানিয়ার মৃত্যু হয়। পুলিশি তদন্তে জানা গিয়েছিল, আত্মঘাতী হয়েছিলেন তিনি। আত্মহত্যার আগে অভিষেকের সঙ্গে যোগাযোগ করেছিলেন তানিয়া।

পুলিশি তদন্তে আরও জানা গিয়েছিল, বেশ কয়েক মাস তানিয়ার সঙ্গে সম্পর্কে ছিলেন অভিষেক। তার পর সেই সম্পর্ক ভেঙে গেলে তানিয়ার সঙ্গে যোগাযোগ বন্ধ করে দিয়েছিলেন ভারতীয় ব্যাটার।

অভিষেককে চার ঘণ্টা জেরা করে ছেড়ে দেয় পুলিশ। পরে দিয়া মেহতা নামের এক নেটপ্রভাবীর সঙ্গে ক্রিকেটারের একটি ছবি নেটমাধ্যমে ছড়িয়ে পড়েছিল। গুঞ্জন শোনা গিয়েছিল, দিয়ার সঙ্গে সম্পর্কে রয়েছেন তিনি। কিন্তু কয়েক দিন পর সেই গুঞ্জনও হারিয়ে যায়। বর্তমানে অভিষেক এবং লয়লার সম্পর্ক আতশকাচের তলায়।
সব ছবি: সংগৃহীত।