ছবি: ভিডিয়ো থেকে নেওয়া।
ব্যস্ত রাস্তায় ছুটে চলেছে বাস-গাড়ি। তার ভিতর দিয়েই স্কুটার চালিয়ে যাচ্ছেন তরুণী। মাথায় হেলমেট নেই তাঁর। কিন্তু তরুণীর কাঁধে বসে রয়েছে রংবেরঙের একটি টিয়া। সেই দৃশ্যই ধরা পড়ল এক প্রত্যক্ষদর্শীর ক্যামেরায়। সমাজমাধ্যমে সেই ভিডিয়োই ছড়িয়ে পড়েছে (যদিও সেই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার অনলাইন)।
‘রাহুল যাদব’ নামের অ্যাকাউন্ট থেকে এক্স (সাবেক টুইটার) হ্যান্ডলের পাতায় একটি ভিডিয়ো পোস্ট করা হয়েছে। সেই ভিডিয়োয় দেখা গিয়েছে যে, হেলমেট ছাড়া ব্যস্ত রাস্তায় স্কুটার চালিয়ে যাচ্ছেন এক তরুণী। তাঁর পিছনে বসে রয়েছেন অন্য এক তরুণী। তিনিও হেলমেট পরেননি। তবে নজর কেড়েছে অন্য আরোহী। যে তরুণীটি স্কুটার চালাচ্ছেন, তাঁর কাঁধে বসে রয়েছে একটি টিয়া।
Never a dull moment in Bangalore pic.twitter.com/IzUr5nRaP8
— Rahul Jadhav (@iRahulJadhav) February 28, 2025
হলুদ টিয়ার সারা শরীরে রংবেরঙের ছাপ। টিয়াটিকে কাঁধে বসিয়ে স্কুটার চালাচ্ছেন তরুণী। টিয়াটিও চুপচাপ বসে রয়েছে। সেই রাস্তা দিয়েই অটোয় চেপে যাচ্ছিলেন এক ব্যক্তি। দৃশ্যটি নজরে পড়ায় তিনি তা ক্যামেরাবন্দি করেন। সমাজমাধ্যমে ছড়িয়েও পড়ে সেই ভিডিয়োটি। ঘটনাটি বেঙ্গালুরুতে ঘটেছে বলে জানা যায়। ভিডিয়োটি দেখে তরুণীর প্রতি ক্ষোভপ্রকাশ করেন নেটাগরিকদের একাংশ। এক জন নেটব্যবহারকারী লিখেছেন, ‘‘এমন অসাবধানতা অবলম্বন করে স্কুটার চালানো মোটেই ঠিক নয়। পাখিটিকেও ও ভাবে কাঁধে বসিয়ে রাখা উচিত হয়নি।’’