Viral Video

মদের গ্লাসে চুমুক দিতেই মাতাল হল কুকুর, মেঝেয় শুয়ে থাকল হাত-পা উল্টে! ভিডিয়ো ভাইরাল

একটি কুকুর গ্লাস থেকে মনের সুখে বিয়ার পান করে যাচ্ছে। তার সামনে চাউমিনের প্লেট ধরে রাখা হয়েছে। তবুও খাবার নিয়ে কোনও ভ্রুক্ষেপ নেই তার।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ০২ মার্চ ২০২৫ ০৮:০১

ছবি: ভিডিয়ো থেকে নেওয়া।

মালিকের হাতে ধরা রয়েছে সুস্বাদু চাউমিনের প্লেট। তবে সে দিকে নজর নেই পোষ্যের। গ্লাসে ঢালা মদ-ই খেয়ে যাচ্ছে সে। শেষমেশ সুরাপান করে মেঝেয় পা উল্টে শুয়ে পড়ল সে। সমাজমাধ্যমে এমনই একটি ভিডিয়ো ছড়িয়ে পড়েছে (যদিও এই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার অনলাইন)

Advertisement

‘বকুল_ভাইয়ু’ নামের অ্যাকাউন্ট থেকে ইনস্টাগ্রামের পাতায় একটি ভিডিয়ো পোস্ট করা হয়েছে। সেই ভিডিয়োয় দেখা যাচ্ছে যে, সাইবেরিয়ান হাস্কি প্রজাতির একটি কুকুর গ্লাস থেকে মনের সুখে বিয়ার পান করে যাচ্ছে। তার সামনে চাউমিনের প্লেট ধরে রাখা হয়েছে। তবুও খাবার নিয়ে কোনও ভ্রুক্ষেপ নেই তার।

পোষ্যের নজর শুধুমাত্র মদের দিকেই। তবে গ্লাস থেকে সামান্য বিয়ার পান করেই বেসামাল হয়ে পড়ল কুকুর। চার পা উল্টে মেঝের উপরেই শুয়ে পড়ল কুকুরটি। তার গাল ধরে নাড়লেও সাড়া ফিরল না তার। মেঝেয় পা উল্টে শুয়েই রইল সে। ঘটনাটি কোথায় ঘটেছে সে বিষয়ে অবশ্য কিছু জানা যায়নি। তবে ভিডিয়োটি দেখে হাসির রোল উঠেছে নেটপাড়ায়। এক জন নেটাগরিক লিখেছেন, ‘‘মদের প্রতি কত লোভ! একেবারেই নেশা হয়ে গিয়েছে কুকুরের। পোষ্যের অবস্থা দেখে খুব হাসি পাচ্ছে।’’ আবার এক জন কুকুরের স্বাস্থ্য নিয়ে আশঙ্কা প্রকাশ করে প্রশ্ন করেছেন, ‘‘পোষ্যের শরীর ঠিক রয়েছে তো?’’

Advertisement
আরও পড়ুন