ছবি: ভিডিয়ো থেকে নেওয়া।
জঙ্গলের মধ্যে চুপচাপ বসেছিল এক সিংহ। সেই সময়ে তার দিকে এগিয়ে গেল এক সিংহী। কিন্তু ‘সহধর্মিনী’র হাবভাব দেখে স্বস্তি পাচ্ছিল না সিংহটি। সিংহের পায়ে হঠাৎ কামড় বসাতে যায় সিংহী। তা দেখে পা সরিয়ে ফেলে সিংহটি। তার পর সিংহের লেজের কাছেও মুখ বাড়ায় সিংহী।
এর পরেই হঠাৎ সিংহের উপর খেপে যায় সিংহীটি। জঙ্গলের ভিতর যেতে গিয়েও সিংহের দিকে ঘুরে দাঁড়ায় সে। সিংহের দিকে ভয়ঙ্কর গর্জন করে সিংহী। এলোপাথারি থাবাও বসাতে শুরু করে সে। সমাজমাধ্যমে এমনই একটি ভিডিয়ো ছড়িয়ে পড়েছে (যদিও এই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার অনলাইন)।
‘নেচার ইজ় অ্যামেজ়িং’ নামের অ্যাকাউন্ট থেকে এক্স (সাবেক টুইটার) হ্যান্ডলের পাতায় একটি ভিডিয়ো পোস্ট করা হয়েছে। ভিডিয়োয় দেখা যাচ্ছে, জঙ্গলের ভিতর একটি সিংহ বসে রয়েছে। তার দিকে ধীর পায়ে এগিয়ে যাচ্ছে এক সিংহী। সিংহের পায়ে এক বার কামড় বসানোর চেষ্টা করলেও সিংহ তার পা সরিয়ে দেয়। তার পর সিংহকে উদ্দেশ করে ভয়ানক গর্জন করে সিংহীটি। সেই গর্জন শুনে চমকে যায় সিংহটি।
তড়িঘড়ি সেখান থেকে উঠে পড়ে সে। তার পর সিংহের গায়ে এলোপাথারি থাবা বসাতে শুরু করে দেয় সিংহীটি। কখনও কেশর ধরে কামড়ায়, কখনও আবার সিংহের মুখে থাবা মারতে তৎপর হয়ে ওঠে। তার পর লেজ নাড়াতে নাড়াতে জঙ্গলের ভিতর চলে যায় সিংহীটি। চুপচাপ এক জায়গায় দাঁড়িয়ে সিংহীকে চলে যেতে দেখে সিংহ।
ভিডিয়োটি দেখে সমাজমাধ্যমে অনেকেই মশকরা করে মন্তব্য করেছেন। এক নেটাগরিক আবার বলেছেন, ‘‘স্বামী-স্ত্রীর সম্পর্কে এমন তো হামেশাই দেখা যায়। বেচারা সিংহ কিছুই বুঝল না যে কেন সিংহী তার উপর হঠাৎ রেগে গেল।’’