Viral Video

চুপি চুপি গাড়ির সামনে এল সিংহী, ‘রানি’কে দেখে তটস্থ পর্যটকেরা! ভয় ধরানো ভিডিয়ো ভাইরাল

জঙ্গলের মধ্যে সাফারি করতে বেরিয়েছেন পর্যটকেরা। গাড়িতে বসে দূর থেকে একটি বুনো মহিষের দলের দিকে তাকিয়ে রয়েছেন তাঁরা। ক্যামেরা বার করে তার ছবি তোলারও প্রস্তুতি নিচ্ছেন এক তরুণ পর্যটক।

Advertisement
আনন্দবাজার অনলাইন ডেস্ক
শেষ আপডেট: ২৬ জানুয়ারি ২০২৫ ১০:৫৫

ছবি: ভিডিয়ো থেকে নেওয়া।

জঙ্গলে সাফারি করতে বেরিয়েছিলেন পর্যটকেরা। তাঁদের সঙ্গে ছিলেন সাফারি গাইড। জঙ্গলের কোন প্রান্তে গেলে কোন বন্য প্রাণীর দেখা পাওয়া যাবে তা-ই জানাচ্ছিলেন তিনি। কিন্তু সকলে যখন গাড়ি থামিয়ে মহিষের দলের গতিপ্রকৃতি দেখতে ব্যস্ত, তখনই পিছন থেকে চুপি চুপি হাজির হল সিংহী। সকলের আড়ালে সে এগিয়ে গেল গাড়ির সামনে। সমাজমাধ্যমে এমনই একটি ভিডিয়ো ছড়িয়ে পড়েছে (যদিও এই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার অনলাইন)

Advertisement

‘ফারি_টেলস_০১৩’ নামের অ্যাকাউন্ট থেকে ইনস্টাগ্রামের পাতায় একটি ভিডিয়ো পোস্ট করা হয়েছে। ভিডিয়োয় দেখা যাচ্ছে যে, জঙ্গলের মধ্যে সাফারি করতে বেরিয়েছেন পর্যটকেরা। গাড়িতে বসে দূর থেকে একটি বুনো মহিষের দলের দিকে তাকিয়ে রয়েছেন তাঁরা। ক্যামেরা বার করে তার ছবি তোলারও প্রস্তুতি নিচ্ছেন এক তরুণ পর্যটক। সকলে যখন মহিষের দল দেখতে ব্যস্ত, তখনই গাড়ির পিছনে হাজির হল একটি সিংহী।

পর্যটকদের দিকে তাকিয়ে ধীর পায়ে গাড়ির সামনের দিকে এগিয়ে গেল সে। কিন্তু সিংহীর উপস্থিতি কেউ টের পেলেন না। চুপি চুপি গাড়ির সামনে গিয়ে দাঁড়িয়ে পড়ল সিংহী। তার নজর গাড়িতে বসে থাকা সাফারি গাইডের প্রতি। এত কাছাকাছি সিংহীকে দাঁড়িয়ে থাকতে দেখে থতমত খেয়ে গিয়েছিলেন তরুণ গাইড। সিংহীও ‘বনের রানি’র মেজাজে একদৃষ্টে তাকিয়েছিল তরুণের দিকে। তার পর সে-ও মহিষের দলের দিকে তাকাল। এই ঘটনাটি দক্ষিণ আফ্রিকার ক্রুগার জাতীয় উদ্যানে ঘটেছে। ভিডিয়োটি দেখে এক নেটাগরিক লিখেছেন, ‘‘আমি ওই তরুণের জায়গায় বসে থাকলে মনে হয় ভয়েই মারা যেতাম।’’ আবার এক জন ভ্রমণপ্রেমী লিখেছেন, ‘‘প্রকৃতির কোলে ঘুরতে গেলে নানা ধরনের অভিজ্ঞতা হয়। সারা জীবনের মূল্যবান সম্পদ সেগুলি।’’

Advertisement
আরও পড়ুন