beta generation

২০২৫ সালের প্রথম শিশু জন্ম নিল মি‌জ়োরামে, দেশের প্রথম ‘বিটা’ প্রজন্মের শিশুর নাম ফ্র্যাঙ্কি

: ২০২৫ সাল থেকে ২০৩৯ সালের মধ্যে জন্ম নেওয়া শিশুদের ‘জেনারেশন বিটা’ হিসাবে ধরা হবে। ফ্রাঙ্কি মিজ়োরামের রাজধানী আইজ়লের সিনড হাসপাতালে জন্মগ্রহণ করেছে।

Advertisement
আনন্দবাজার অনলাইন ডেস্ক
শেষ আপডেট: ০৬ জানুয়ারি ২০২৫ ১৩:০৪
India\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\'s first child of Generation Beta, born in Mizoram on 1st January 2025

ছবি: সংগৃহীত।

২০২৫ সালের ভারতে জন্মানো প্রথম নবজাতক হল ফ্রাঙ্কি রেমরুতদিকা জাদেং। ১ জানুয়ারি রাত ১২টা ০৩ মিনিটে জন্মগ্রহণ করা মিজ়োরামের আইজ়লের সদ্যোজাত ফ্রাঙ্কি শুধুমাত্র ভারতের প্রথম নবজাতকই নয়, তার প্রজন্মের মধ্যেও প্রথম। এই প্রজন্মকে ‘জেন বিটা’ বলে অভিহিত করা হয়েছে। ২০২৫ সাল থেকে ২০৩৯ সালের মধ্যে জন্ম নেওয়া শিশুদের ‘জেনারেশন বিটা’ হিসাবে ধরা হবে। ফ্রাঙ্কি মিজ়োরামের রাজধানী আইজ়লের সিনড হাসপাতালে জন্মগ্রহণ করেছে।

Advertisement

আইজ়লের খাটলার বাসিন্দা রামজিরমাউই এবং জেডডি রেমরুতসাঙ্গা নামের দম্পতির পুত্র ফ্রাঙ্কি। এই দম্পতির একটি কন্যাও রয়েছে। জন্মের সময় ফ্র্যাঙ্কির ওজন ছিল ৩.১২ কেজি এবং কোনও জটিলতা ছাড়াই তাকে প্রসব করেন রামজিরমাউই। দেশের প্রথম বিটা প্রজন্মের সন্তান হওয়ার শিরোপা মাথায় ওঠায় স্বাভাবিক ভাবেই খুশি ফ্র্যাঙ্কির বাবা-মা।

২০২৫-৩৯ সালে যে সব শিশুর জন্ম হবে তাদের বলা হবে বিটা প্রজন্ম। এই প্রজন্মের শুরু এমন সময় থেকে হয়েছে যেখানে তাদের বাবা-মায়েরা অল্প বয়স থেকেই সমাজমাধ্যম ব্যবহারের সুবিধা পেয়ে গিয়েছেন। তাঁরা আরও বেশি প্রযুক্তি-সচেতন। বিটা প্রজন্মের শিশুরা এমন একটি পৃথিবীতে বড় হবে যেখানে প্রযুক্তি হবে জীবনের একটি গুরুত্বপূর্ণ অংশ। কৃত্রিম বুদ্ধিমত্তা এই প্রজন্মের শিশুদের জীবনে আরও প্রভাব বিস্তার করবে বলে জানিয়েছে গবেষণা সংস্থাগুলি। এই প্রজন্মটি ২০৩৫ সালের মধ্যে বিশ্ব জনসংখ্যার ১৬ শতাংশ অধিকার করে নেবে বলে মনে করা হচ্ছে। অন্য দিকে, অস্ট্রেলিয়ার রেমি নামের একটি শিশুকন্যাকে সারা বিশ্বের বিটা প্রজন্মের প্রথম শিশু বলে ধরা হয়েছে। নিউ সাউথ ওয়েলসের কমবোইনে জে-লিং হুয়াং এবং লিয়াম ওয়ালশ নামের এক দম্পতির সন্তান রেমি।

Advertisement
আরও পড়ুন