Road Accident in Medinipur

পশ্চিম মেদিনীপুরে ঘন কুয়াশায় ট্রাকের পিছনে ধাক্কা অ্যাম্বুল্যান্সের, মৃত্যু চালকের, আহত চার রোগী

পশ্চিম মেদিনীপুরের দাঁতনে জাতীয় সড়কের উপরে একটি ট্রাকে সজোরে ধাক্কা মেরে দুমড়েমুচড়ে গেল অ্যাম্বুল্যান্স। সোমবার সকালের এই ঘটনায় মৃত্যু হয়েছে চালকের। আহত চার রোগী।

Advertisement
আনন্দবাজার অনলাইন সংবাদদাতা
শেষ আপডেট: ০৬ জানুয়ারি ২০২৫ ১৩:১৮
দুর্ঘটনার জেরে দুমড়েমুচড়ে গিয়েছে অ্যাম্বুল্যান্স। সোমবার সকালে পশ্চিম মেদিনীপুরের দাঁতনে।

দুর্ঘটনার জেরে দুমড়েমুচড়ে গিয়েছে অ্যাম্বুল্যান্স। সোমবার সকালে পশ্চিম মেদিনীপুরের দাঁতনে। —নিজস্ব চিত্র।

ঘন কুয়াশার জেরে দুর্ঘটনা পশ্চিম মেদিনীপুর জেলার দাঁতনে। জাতীয় সড়কের উপরে একটি ট্রাকে সজোরে ধাক্কা মেরে দুমড়ে-মুচড়ে গেল অ্যাম্বুল্যান্স। সোমবার সকালের এই ঘটনায় মৃত্যু হয়েছে চালকের। অ্যাম্বুল্যান্সে থাকা চার জন রোগীকে রক্তাক্ত অবস্থায় দাঁতন গ্রামীণ হাসপাতালে ভর্তি করানো হয়েছে।

Advertisement

দুর্ঘটনাটি ঘটেছে দাঁতন থানা এলাকার বামনপুর এলাকায় ৬০ নম্বর জাতীয় সড়কে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, চন্দ্রকোনার তাতরা এলাকা থেকে ভুবনেশ্বর এমস হাসপাতালের উদ্দেশে যাচ্ছিল অ্যাম্বুল্যান্সটি। অ্যাম্বুল্যান্সে চালক ছাড়াও ছিলেন চার জন রোগী। সোমবার সকালে বেলদা থেকে ওড়িশা যাওয়ার রাস্তা ধরে এগোচ্ছিল অ্যাম্বুল্যান্সটি। কিন্তু রাস্তাতেই ঘটে যায় দুর্ঘটনা। মনে করা হয়, ঘন কুয়াশায় দৃশ্যমানতা কম থাকায় সামনে থাকা ট্রাককে দেখতে পাননি চালক।

দুর্ঘটনার খবর পেয়েই ঘটনাস্থলে যায় দাঁতন থানার পুলিশ। চালকের দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়। আহত চার রোগীকে হাসপাতালে ভর্তির বন্দোবস্ত করে দেয় পুলিশই। পরে ওই চার জনকে মেদিনীপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তরিত করা হয়। মৃত চালকের নাম ঈশ্বরচন্দ্র সর্দার (৪০)। তিনি বাঁকুড়া জেলার বাসিন্দা।

Advertisement
আরও পড়ুন