Viral Video

মালার বদলে পাত্রীর গলায় ভয়াল ময়াল জড়িয়ে দিলেন পাত্র! হুল্লোড় বিয়েবাড়িতে, ভাইরাল ভিডিয়োয় হইচই

ভাইরাল ভিডিয়োয় দেখা যাচ্ছে, সাদা পোশাক পরে মঞ্চের উপর দাঁড়িয়ে রয়েছেন পাত্র এবং পাত্রী। তাঁদের ঘিরে অতিথিদের ভিড়। এমন সময় পরিবারের কয়েক জন সদস্য একটি বিশাল ময়াল সাপ নিয়ে সেখানে আসেন।

Advertisement
আনন্দবাজার অনলাইন ডেস্ক
শেষ আপডেট: ০৭ ডিসেম্বর ২০২৪ ১১:০৪
Instead of garland, groom puts python snake around the neck of bride, video goes viral

ছবি: এক্স থেকে নেওয়া।

বিয়েতে মালাবদল দেখবেন বলে অধীর আগ্রহে অপেক্ষা করেন অনেক অতিথিই। সেই সময় একে অপরের গলায় মালা পরিয়ে দেন পাত্র-পাত্রী। এই রীতির অর্থ, একে অন্যকে জীবনসঙ্গী হিসাবে মেনে নেন বর-বধূ। মালাবদলের মালা সাধারণত রজনীগন্ধা ফুলের তৈরি হয়। অন্তত তেমনটাই দেখতে অভ্যস্ত মানুষ। কিন্তু কেউ কি কখনও বিশাল ময়াল সাপকে মালা হিসাবে নববধূর গলায় পরাতে দেখেছেন? অবিশ্বাস্য মনে হলেও এমন একটি ঘটনার ভিডিয়ো সম্প্রতি ভাইরাল হয়েছে। হইচইও পড়েছে ভিডিয়োটি নিয়ে। যদিও ভিডিয়োটির সত্যতা যাচাই করেনি আনন্দবাজার অনলাইন।

Advertisement

ভাইরাল সেই ভিডিয়োয় দেখা যাচ্ছে, সাদা পোশাক পরে মঞ্চের উপর দাঁড়িয়ে রয়েছেন পাত্র এবং পাত্রী। তাঁদের ঘিরে অতিথিদের ভিড়। এমন সময় পরিবারের কয়েক জন সদস্য একটি বিশাল ময়াল সাপ নিয়ে সেখানে আসেন। ধরাধরি করে সাপটি পাত্রের হাতে তুলে দেওয়া হয়। পাত্রও সাপটি পাত্রীর গলায় মালার মতো করে জড়িয়ে দেন। উপস্থিত সকলে আনন্দে হাততালি দিয়ে ওঠেন। হাসি ফোটে পাত্র এবং পাত্রীর মুখেও। সেই ভিডিয়োই প্রকাশ্যে এসেছে।

উল্লেখ্য, বর এবং কনের ভাইরাল ভিডিয়োটি ২০১৭ সালের ১১ নভেম্বর এস গুরুমূর্তি নামে একটি এক্স (সাবেক টুইটার) হ্যান্ডল থেকে পোস্ট করা হয়েছিল। সেই ভিডিয়োই সম্প্রতি নতুন করে ভাইরাল হয়েছে। ভিডিয়োটির ক্যাপশনে লেখা ছিল, ‘‘বৌদ্ধ রীতি অনুযায়ী এই আদিবাসীদের বিয়ে দেখুন...।’’ তবে বিয়ের মালাবদলের দৃশ্য ২০১৭ সালেরও আগে ক্যামেরাবন্দি করা হয়েছিল কি না, তা ভিডিয়ো থেকে স্পষ্ট নয়। সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, মহারাষ্ট্রের বীড় জেলার একটি গ্রামে এই ধরনের বিয়ে হয়।

Advertisement
আরও পড়ুন