Viral Video

ঐশ্বর্যার ফোনের ওয়ালপেপারে ওটা কার ছবি? বিচ্ছেদ জল্পনার মধ্যে প্রকাশ্যে আসা ভিডিয়ো নিয়ে হইচই

ভিডিয়োয় দেখা গিয়েছে, বিমানবন্দর থেকে বেরিয়ে আসছেন রাই সুন্দরী। তাঁর এক হাতে ফোন, অন্য হাতে কালো ব্যাগ। সেই সময়ই ঐশ্বর্যার ফোনের ওয়ালপেপারে থাকা ছবির এক ঝলক ধরা পড়ে ক্যামেরায়।

Advertisement
আনন্দবাজার অনলাইন ডেস্ক
শেষ আপডেট: ২৯ নভেম্বর ২০২৪ ১১:১৩
Phone wallpaper of Aishwarya Rai Bachchan catches eye of internet amid divorce rumours with Abhishek Bachchan

ছবি: ইনস্টাগ্রাম থেকে নেওয়া।

বলিপাড়ায় বিচ্ছেদের গুঞ্জন বহু দিন ধরেই। কানাঘুষো শোনা যাচ্ছে, দীর্ঘ দাম্পত্য জীবন ভাঙতে চলেছে বলিউডের শাহেনশাহ অমিতাভ-পুত্র অভিষেক বচ্চন এবং প্রাক্তন বিশ্বসুন্দরী ঐশ্বর্যা রাই বচ্চনের মধ্যে। যদিও বিচ্ছেদ প্রসঙ্গে মুখ খোলেননি দু’জনের কেউই। তবে বিচ্ছেদ-জল্পনার আগুনে ঘি ঢালছে একের পর এক জল্পনা। মাঝে ভাঙনের কারণ হিসাবে দায়ী করা হচ্ছিল অভিষেকের ‘দসভি’ ছবির সহ-অভিনেত্রী নিমরত কউরকে। এর পরেই নিমরতকে নিয়ে নানা ধরনের আলোচনা-সমালোচনা ছড়ায়। যদিও নিমরত ঘোষণা করেন, তিনি ‘সিঙ্গল’ এবং কোনও সম্পর্কে তিনি নেই।

Advertisement

তবে সেই জল্পনার আবহেই ভিডিয়ো ছবি প্রকাশ্যে এসেছে যা নিয়ে নতুন করে হইচই পড়েছে নেটদুনিয়ায়। সম্প্রতি প্রকাশ্যে আসা সেই ভিডিয়োয় দেখা গিয়েছে, বিমানবন্দর থেকে বেরিয়ে আসছেন রাই সুন্দরী। তাঁর এক হাতে ফোন, অন্য হাতে একটি কালো ব্যাগ। আর সেই সময়ই ঐশ্বর্যার ফোনের ওয়ালপেপারে থাকা ছবির এক ঝলক ধরা পড়ে ক্যামেরায়। আর সেই ছবি ঘিরেই জল্পনা তৈরি হয়েছে। তৈরি হয়েছে দ্বিমতও।

নেটাগরিকদের একাংশের মতে, বচ্চনবধূর ফোনের ওয়ালপেপারে তাঁর এবং কন্যা আরাধ্যার ছবি রয়েছে। অনেকে আবার দাবি করেছেন, ওয়ালপেপারে শ্বশুর অমিতাভের সঙ্গে ছবি রয়েছে ঐশ্বর্যার। যদিও বিষয়টি বড় কোনও বিতর্কের জায়গা করে নেয়নি। ঐশ্বর্যার ভিডিয়োটি ইনস্টাগ্রামে পোস্ট করা হয়েছে ‘ভাইরাল ভায়ানি’ হ্যান্ডল থেকে। ভিডিয়োটি ইতিমধ্যেই বহু মানুষ দেখেছেন। লাইক-কমেন্টের বন্যা বয়ে গিয়েছে।

উল্লেখ্য, সম্প্রতি দুবাইয়ে এক অনুষ্ঠানে যোগ দিতে গিয়েছিলেন ঐশ্বর্যা। সেখানে পরিচিতি অংশে তাঁর নামের পাশ থেকে ‘বচ্চন’ পদবি উধাও ছিল। বিশ্বের কাছে ফের শুধু ঐশ্বর্যা রাই নামেই পরিচয় করানো হয়। তাতে বিচ্ছেদ-সন্দেহ আরও দানা বেঁধেছে। যদিও এই প্রসঙ্গে অভিষেক বা ঐশ্বর্যা দু’জনেরই মুখে কুলুপ। এখনও কোনও প্রতিক্রিয়া মেলেনি কোনও তরফেই। বিভিন্ন সময়ে কিছু ইঙ্গিত মিলেছে শুধু।

Advertisement
আরও পড়ুন