Viral Video

গোলাপ হাতে ছুটছেন তরুণ, বিয়ের প্রস্তাব দিচ্ছেন অচেনা পুরুষদের! রইল মজার ভিডিয়ো

গোলাপ হাতে অচেনা ব্যক্তিদের প্রেম নিবেদন করার একটি মজার ভিডিয়ো তৈরি করেন প্রণয়। ভিডিয়োয় দেখা যায় যে, হাতে গোলাপ নিয়ে এক প্রৌঢ়ের দিকে এগিয়ে যাচ্ছেন তিনি।

Advertisement
আনন্দবাজার অনলাইন ডেস্ক
শেষ আপডেট: ২৯ নভেম্বর ২০২৪ ১২:১২
Man proposes random strangers on street with rose, video went viral

ছবি: ইনস্টাগ্রাম থেকে নেওয়া।

কখনও মাঝরাস্তায় আবার কখনও মাঠের ধারে— হাতে গোলাপ নিয়ে রাস্তাঘাটে অচেনা পুরুষদের প্রেম নিবেদন করছেন এক তরুণ। বিয়ের প্রস্তাবও দিয়ে ফেলছেন তিনি। সমাজমাধ্যমের পাতায় সেই ভিডিয়ো পোস্ট করেছেন নিজের অ্যাকাউন্ট থেকেই (যদিও এই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার অনলাইন)।

Advertisement

তরুণের নাম প্রণয় জোশী। পেশায় নেটপ্রভাবী তিনি। ইনস্টাগ্রামের পাতায় ইতিমধ্যেই দেড় লক্ষের বেশি অনুগামী রয়েছে তাঁর। নানা ধরনের মজাদার ভিডিয়ো তৈরি করে ইনস্টাগ্রামে পোস্ট করেন তিনি। তেমনই গোলাপ হাতে অচেনা ব্যক্তিদের প্রেম নিবেদন করার একটি মজার ভিডিয়ো তৈরি করেন প্রণয়। ভিডিয়োয় দেখা যায় যে, হাতে গোলাপ নিয়ে এক প্রৌঢ়ের দিকে এগিয়ে যাচ্ছেন তিনি। ওই ব্যক্তি প্রণয়ের অচেনা। ব্যক্তিটিকে তিনি বলেন, ‘‘আমি অনেক দূর থেকে আপনাকে লক্ষ্য করেছি। আপনাকে ভাল লেগেছে খুব। আমি আপনাকে বিয়ে করতে চাই।’’ প্রণয়ের কথা শুনে তাঁকে দূরছাই করলেন ওই প্রৌঢ়। অন্য এক জনের কাছে গিয়ে প্রণয় বলেন, ‘‘আমি সরকারি চাকুরে। আমায় বিয়ে করুন।’’ প্রণয়ের দিকে তাকিয়ে সেই প্রৌঢ় বলেন, ‘‘তোমার বয়সি আমার ছেলেপুলে রয়েছে। তাঁদের সন্তান রয়েছে।’’ কেউ কেউ তো আবার বিরক্ত হয়ে কটুকথাও শুনিয়ে দেন তরুণকে। এক প্রৌঢ় আবার বলে বসলেন, ‘‘আমার বাড়িতে বৌ রয়েছে। ওকে কোনও ভাবেই ঠকাব না আমি।’’

ভিডিয়োটি দেখে হাসির রোল উঠেছে নেটপাড়ায়। এক নেটাগরিক প্রণয়ের উদ্দেশে মন্তব্য করেন, ‘‘তোমায় যে কেউ মারধর করেনি ভাগ্য ভাল।’’ ভিডিয়োটি সম্পূর্ণ মজাদার কন্টেন্ট বানানোর উদ্দেশ্যেই বানিয়েছেন তরুণ।

Advertisement
আরও পড়ুন