Saif Ali Khan Attacked

ছ’বার ছুরিকাঘাত! বাড়িতে ডাকাতির ছক, হাসপাতাল থেকে কী জানালেন আহত সইফ আলি খান

মুম্বই পুলিশের ডেপুটি কমিশনার (ডিসি) দীক্ষিত গেদাম বলেন, “এক জন অজ্ঞাতপরিচয় ব্যক্তি সইফ আলি খানের বাড়িতে ঢোকেন। তার পর অভিনেতার সঙ্গে ওই ব্যক্তির হাতাহাতি হয়। আহত অভিনেতার চিকিৎসা চলছে।’’

Advertisement
আনন্দবাজার অনলাইন ডেস্ক
শেষ আপডেট: ১৬ জানুয়ারি ২০২৫ ০৯:৫৬
সইফ আলি খান।

সইফ আলি খান। —ফাইল চিত্র।

ভোর ৪টে নাগাদ সইফ আলি খান ও করিনার কপূর খানের বাড়িতে ডাকাতি। অজ্ঞাতপরিচয় ব্যক্তির ছুরির আঘাতে গুরুতর ভাবে জখম সইফ। মুম্বইয়ের লীলাবতী হাসপাতালে তাঁর অস্ত্রোপচার চলছে বলে সূত্র মারফত জানা গিয়েছে। ৬ বার ছুরি দিয়ে আঘাত করা হয় সাইফের বাহুতে। এমন এক ঘটনা নিয়ে মুখ খুললেন সইফ।

Advertisement

মুম্বই পুলিশের ডেপুটি কমিশনার (ডিসি) দীক্ষিত গেদাম বলেন, “এক জন অজ্ঞাতপরিচয় ব্যক্তি সইফ আলি খানের বাড়িতে ঢোকেন। তার পর অভিনেতার সঙ্গে ওই ব্যক্তির হাতাহাতি হয়। আহত অভিনেতার চিকিৎসা চলছে। তদন্ত চলছে।”

অভিনেতার টিম এর তরফ এই ঘটনার কথা স্বীকার করা হয়েছে। সইফ অনুরাগীদের অনুরোধ করছেন, এই সময়ে সকলকে ধৈর্য ধরে রাখতে। মুম্বই পুলিশ ঘটনার তদন্ত করছে, হাসপাতাল থেকে পরবর্তী সব আপডেট জানানো হবে।

এই ঘটনার সময় স্ত্রী করিনা বাড়িতে ছিলেন কি না সেই বিষয়ে ধোঁয়াশা রয়েছে। লীলাবতী হাসপাতালের অন্যতম শীর্ষ পদাধিকারী ডাক্তার নীরজ উত্তমানি জানান,অভিনেতার শরীরে ছ’টি ক্ষত রয়েছে। এর মধ্যে দু’টি ক্ষত গভীর বলে জানিয়েছেন নীরজ। সইফ শিরদাঁড়ার কাছেও আঘাত পেয়েছেন। ইতিমধ্যেই অভিনেতার জন্য বিশেষজ্ঞ চিকিৎসকদের একটি দল গঠন করা হয়েছে। নিউরো সার্জন নিতিন ডাঙ্গে, কসমেটিক সার্জেন লীনা জইন এবং অ্যানাস্থেশিওলজিস্ট নিশা গান্ধী রয়েছেন সইফের অস্ত্রোপচার করার দায়িত্বে।

Advertisement
আরও পড়ুন