Viral Video

ছাগলের নিজস্ব ‘গাড়ি’! কচ্ছপের পিঠে সওয়ার হয়ে ঘুরছে চারপেয়ে, ভাইরাল ভিডিয়ো

কচ্ছপটি ধীর গতিতে সামনের দিকে এগিয়ে যাচ্ছে। তার পিঠের উপর স্থির হয়ে দাঁড়িয়ে রয়েছে ছাগলটি। যেন কচ্ছপটি তার নিজের ‘গাড়ি’। সেই ‘গাড়ি’তেই সওয়ার হয়েছে সে।

Advertisement
আনন্দবাজার অনলাইন ডেস্ক
শেষ আপডেট: ২৯ ডিসেম্বর ২০২৪ ১২:১০

ছবি: ভিডিয়ো থেকে নেওয়া।

কষ্ট করে আর হাঁটাচলা করতে ইচ্ছা করছে না। একটু আরাম করলে মন্দ হয় না! তাই কচ্ছপের পিঠে চেপে বসল ছাগল। ‘গাড়ি’তে চড়ে ভারী মজা তার। সমাজমাধ্যমে এমনই একটি ভিডিয়ো ছড়িয়ে পড়েছে (যদিও এই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার অনলাইন)

Advertisement

‘কিংলিউট্রিম’ নামের অ্যাকাউন্ট থেকে ইনস্টাগ্রামের পাতায় একটি ভিডিয়ো পোস্ট করা হয়েছে। ভিডিয়োয় দেখা গিয়েছে, একটি কচ্ছপের পিঠের উপর দাঁড়িয়ে রয়েছে একটি ছাগল। তার দিয়ে ঘেরা একটি জায়গার ভিতর রয়েছে তারা।

কচ্ছপটি ধীর গতিতে সামনের দিকে এগিয়ে যাচ্ছে। তার পিঠের উপর স্থির হয়ে দাঁড়িয়ে রয়েছে ছাগলটি। যেন কচ্ছপটি তার নিজের ‘গাড়ি’। সেই ‘গাড়ি’তেই সওয়ার হয়েছে সে। ছাগলটিকে তার গন্তব্যে পৌঁছে দেওয়াই যেন কচ্ছপের দায়িত্ব। কচ্ছপের হাঁটাচলার ফলে ছাগলটি নিয়ন্ত্রণ হারিয়ে ফেলছে না। সেখানে অন্য ছাগলও উপস্থিত রয়েছে। এ দিক-ও দিক ঘুরে বেড়াচ্ছে মুরগিও।

ঘটনাটি কোথায় ঘটেছে সে বিষয়ে কিছু জানা যায়নি। তবে সমাজমাধ্যমের পাতায় ভিডিয়োটি ছড়িয়ে পড়তেই তা নজর কেড়েছে নেটাগরিকদের একাংশের। এক জন মন্তব্য করেছেন, ‘‘ছাগলটি মনের আনন্দে রয়েছে। যেন আরাম পাচ্ছে কচ্ছপের কাছ থেকে এমন পরিষেবা নিয়ে।’’ আবার এক জন নেটব্যবহারকারী বলেছেন, ‘‘কচ্ছপের শক্ত খোলসের উপর এমন স্থির ভাবে দাঁড়িয়ে থাকা চাট্টিখানি কথা নাকি!’’

Advertisement
আরও পড়ুন