ধৃতকে ব্যারাকপুর আদালতে তোলা হলে তিন দিনের ট্রানজ়িট রিমান্ডের নির্দেশ হয়। —প্রতীকী চিত্র।
এলাকায় বহিরাগতদের উপরে নজরদারি বাড়ানো শুরু হতেই এক ব্যক্তিকে গ্রেফতার করল নিমতা থানার পুলিশ। একটি ডাকাতির ঘটনায় গ্রেফতারি পরোয়ানা রয়েছে তার বিরুদ্ধে। পুলিশ জানিয়েছে, ধৃতের নাম সঞ্জয় যাদব (২৭)। সে এত দিন ওই এলাকায় বাড়ি ভাড়া নিয়ে গা-ঢাকা দিয়ে ছিল। সোমবার তাকে ব্যারাকপুর আদালতে তোলা হলে তিন দিনের ট্রানজ়িট রিমান্ডের নির্দেশ হয়।
নিমতা থানার অন্তর্গত ফতুল্লাপুর এলাকায় একটি বাড়িতে ছ’জন ভাড়ায় রয়েছে বলে খবর পেয়ে তাঁদের জিজ্ঞাসাবাদ করে পুলিশ। তার মধ্যে সঞ্জয়ের বাড়ি মধ্যপ্রদেশের খাণ্ডয়া জেলায়। সেখানকার থানায় খবর নিয়ে পুলিশ জানতে পারে, সঞ্জয়ের বিরুদ্ধে ওই থানায় গ্রেফতার পরোয়ানা জারি রয়েছে। এর পরেই তাকে নিমতা থানার পুলিশ গ্রেফতার করে।
পুলিশ জানায়, ২০২৩ সালের জুনে শিলিগুড়ির মাটিগাড়া থানা এলাকায় একটি গাড়ির শোরুমে ডাকাতির ঘটনায় সঞ্জয়ের নামে গ্রেফতারি পরোয়ানা জারি হয়েছিল। নিমতা এলাকায় সে যে বাড়িতে ভাড়া ছিল, তার মালিককেও জিজ্ঞাসাবাদ করেছে পুলিশ। সূত্রের খবর, ভাড়া থাকলেও সঞ্জয়ের সম্পর্কে বাড়িওয়ালা পুলিশকে কিছুই জানাননি। নতুন ভাড়াটের সম্পর্কে পুলিশ-প্রশাসনকে তথ্য দেওয়ার কথা বলা হলেও সচেতনতা যে বাড়ছে না, নিমতা থানার এই ঘটনা তা ফের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল।
পুলিশ সূত্রের খবর, শীতের মরসুমে নিমতা থানা এলাকায় বিভিন্ন সামগ্রী বিক্রির নামে অপরাধের ঘটনা ঘটেছে। তাই সে বিষয়ে সতর্কতা নেওয়া হচ্ছে। সেই সূত্রেই ছ’জন ভাড়াটে সম্পর্কে জানা যায়। জিজ্ঞাসাবাদ করে বাকি ৫ জনকে ছেড়ে দেওয়া হলেও ধরা হয় সঞ্জয়কে। এর আগেও দমদমের একাধিক থানা এলাকায় কয়েকটি অপরাধের ক্ষেত্রে বহিরাগত-যোগ দেখা গিয়েছে। এক পুলিশকর্তা জানান, এ বিষয়ে সচেতন করতে প্রচার চালানো হচ্ছে। আগের তুলনায় কিছুটা সাড়া মিললেও তা পর্যাপ্ত নয়। নিজেদের সুরক্ষার স্বার্থেই ভাড়াটে সম্পর্কে থানায় তথ্য জমা করার আবেদন করা হচ্ছে। ভবিষ্যতে এ নিয়ে প্রচারে জোর দেওয়া হবে।