—ফাইল চিত্র।
শুক্রবার ভোর থেকে শুরু হচ্ছে ভারত-অস্ট্রেলিয়া পঞ্চম টেস্ট। সিরিজ় বাঁচানোর লড়াই রোহিত শর্মাদের। সঙ্গে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে ওঠাও লক্ষ্য। ভারতীয় দলের সব খবর।
কাল আইএসএলে নামছে মোহনবাগান। নতুন বছরের আইএসএল শুরু হচ্ছে মোহনবাগানের ম্যাচ দিয়ে। হায়দরাবাদের বিরুদ্ধে নামার আগে কী বলছেন সবুজ-মেরুন কোচ হোসে মোলিনা? রয়েছে ইংলিশ প্রিমিয়ার লিগের ম্যাচ।
সিরিজ় বাঁচাতে পারবে ভারত? রোহিত শর্মার দলের খবর
পরশু থেকে শুরু হয়ে যাচ্ছে ভারত-অস্ট্রেলিয়া পঞ্চম টেস্ট। সিরিজ়ের শেষ টেস্ট এটি। রোহিত শর্মার দলের সামনে সিরিজ় রক্ষা করার লক্ষ্য। প্যাট কামিন্সেরা এই ম্যাচ ড্র করলেই সিরিজ় জিতে যাবেন। সেই সঙ্গে বর্ডার-গাওস্কর ট্রফিও পুনরুদ্ধার করবেন। কী ভাবে তৈরি হচ্ছে দুই দল? সব খবর।
নতুন বছরে আইএসএলে প্রথম খেলবে মোহনবাগান, যুবভারতীতে নামার আগে কী বলছেন মোলিনা?
নতুন বছরে আইএসএল শুরু হচ্ছে মোহনবাগানের ম্যাচ দিয়ে। কাল নামছেন জেসন কামিন্সেরা। যুবভারতীতে প্রতিপক্ষ হায়দরাবাদ এফসি। কী ভাবে তৈরি হচ্ছে সবুজ-মেরুন? ম্যাচের আগে কী বলছেন কোচ হোসে মোলিনা?
ইংলিশ প্রিমিয়ার লিগে একটিই ম্যাচ, খেলবে তিনে থাকা আর্সেনাল
আজ ইংলিশ প্রিমিয়ার লিগে খেলবে আর্সেনাল। তাদের সামনে ব্রেন্টফোর্ড। ১৮ ম্যাচে ৩৬ পয়েন্ট নিয়ে আর্সেনাল এখন তৃতীয় স্থানে। এই ম্যাচ জিতলে তারা নটিংহ্যাম ফরেস্টকে টপকে দ্বিতীয় স্থানে চলে আসবে। একটি ম্যাচ বেশি খেলে নটিংহ্যামের পয়েন্ট ৩৭। শীর্ষে থাকা লিভারপুল অনেকটাই এগিয়ে। তাদের ১৮ ম্যাচে ৪৫ পয়েন্ট। আর্সেনালের খেলা রাত ১১টা থেকে। খেলা দেখা যাবে স্টার স্পোর্টস চ্যানেল ও হটস্টার অ্যাপে।
চ্যাম্পিয়ন্স ট্রফির পরেই শুরু হবে আইপিএলের প্রস্তুতি, সব খবর
নিঃশব্দে তৈরি হচ্ছে আইপিএলের দলগুলি। অনেক দলেরই অধিনায়ক নিশ্চিত। কলকাতা নাইট রাইডার্সের মতো কয়েকটি দল এখনও অধিনায়কের নাম জানায়নি। ভারতের অস্ট্রেলিয়া সফর শেষ হলেই কয়েক জন ক্রিকেটার যোগ দেবেন নিজেদের আইপিএল দলে। বাকিদের জন্য অপেক্ষা করতে হবে চ্যাম্পিয়ন্স ট্রফি শেষ হওয়া পর্যন্ত। থাকছে আইপিএলের খবর।