সাপের খোলস। ছবি: সংগৃহীত।
শোয়ার ঘরের বিছানার পাশে পড়ে সাপের সদ্য ছেড়ে যাওয়া লম্বা খোলস। সন্ধান করতে সাপবাবাজিকে পাওয়া গেল ঘরের মধ্যেই। ছোট একটি আলমারির পিছনে ঘাপটি মেরে শুয়ে ছিল সাপটি। সেখানে পাওয়া গেল আরও কিছু খোলস। সম্প্রতি ইনস্টাগ্রামে এমনই একটি ভিডিয়ো ভাইরাল হয়েছে। জোয়ি জোসেলসন নামের অ্যাকাউন্ট থেকে এই ভিডিয়োটি পোস্ট করা হয়েছে। ভিডিয়ো দেখে গা শিরশিরে অনুভূতি তৈরি হতে বাধ্য (যদিও ভিডিয়োটির সত্যতা যাচাই করেনি আনন্দবাজার অনলাইন)।
ভিডিয়োয় দেখা গিয়েছে, অন্ধকার ঘরে টর্চ জ্বেলে জোয়ি ঘরে ঢুকে দেখেন তাঁর বিছানার পাশে সাপের সাদা রঙের খোলস পড়ে আছে। সাপটিকে খুঁজতে গিয়ে দেখেন ঘরের মধ্যেই রয়েছে সেটি। আলমারির পিছন থেকে টেনে বার করে আনেন খোলস সমেত সাপটিকে। কুচকুচে কালোর উপর হলুদ ছোপের বিশাল সাপটিকে বার করে নিজের গায়ে জড়াতে দেখা গিয়েছে জোয়িকে। ভিডিয়োটি ইনস্টাগ্রামে ইতিমধ্যেই আট লক্ষ বার দেখা হয়েছে। জোয়ি জোসেলসন পেশায় নৌসেনার পারমাণবিক প্রযুক্তিবিদ। এ ছাড়া নিজেকে তিনি সরীসৃপপ্রেমী বলতেও ভালবাসেন। তবে তিনি এই সাপটিকে পুষতে চান না বলেই ভিডিয়োটিতে বলা হয়েছে।