small car Collection

মিনি ট্রাক থেকে জিপ চালাচ্ছে পাঁচ বছরের খুদে! ভাইরাল ভিডিয়ো

একরত্তি ছেলেটির গাড়ির সংগ্রহ দেখে তাক লেগে গিয়েছে সমাজমাধ্যম ব্যবহারকারীদের।

Advertisement
আনন্দবাজার অনলাইন ডেস্ক
শেষ আপডেট: ২৭ অগস্ট ২০২৪ ১৩:৪৮
Collection of small car owned by kids

খুদে গাড়ি ও তার মালিক। ছবি: সংগৃহীত।

খুদে গাড়ি, ততোধিক খুদে তার চালক। বয়স মেরেকেটে পাঁচ কি ছয়। এই বয়সেই তার নিজস্ব গাড়ির সংখ্যা চারটি। সংগ্রহে রয়েছে মিনি ট্রাক, জিপও। ভাই ও মাকে নিয়ে দিব্যি পাকা চালকের মতো গাড়ি চালিয়ে নিয়ে যাচ্ছে সে। সম্প্রতি সমাজমাধ্যমে ভাইরাল হয়েছে একটি ভিডিয়ো। ওই একরত্তি ছেলেটির গাড়ির সংগ্রহ দেখে তাক লেগে গিয়েছে সমাজমাধ্যম ব্যবহারকারীদের। বি ইনসপায়ার্ড নামের একটি ফেসবুক পেজ থেকে এই ভিডিয়োটি পোস্ট করা হয়েছে। (যদিও ভিডিয়োটির সত্যতা যাচাই করেনি আনন্দবাজার অনলাইন)।

Advertisement

তবে ভিডিয়োটি কোথাকার তা জানা যায়নি। ভাইরাল হওয়া ওই ভিডিয়োয় দেখা যাচ্ছে, ছোট্ট ছোট্ট সুদৃশ্য ও অত্যাধুনিক বিদেশি গাড়িগুলিকে একে একে বার করে তাতে চড়ে বসছে ওই শিশুটি। এমনকি মা ও ভাই গাড়ি চড়তে এলে নিজে চালকের আসন থেকে নেমে গাড়ির দরজা খুলে দিচ্ছে সে। ট্রাক বার করে তাতে জিনিসপত্র তুলতেও মাকে সাহায্য করছে দুই ভাই। ছোট্ট শিশুটির এই ভিডিয়ো প্রচুর ভালবাসা কুড়িয়েছে সমাজমাধ্যমে।

Advertisement
আরও পড়ুন