Viral News

‘প্রেমিকা মন ভেঙেছে, সাত দিন ছুটি চাই’, বস্‌কে মেল করে ‘উধাও’ কর্মী

অফিসের বস্ জানান, ছুটি নিয়ে ওই তরুণ পাহাড় ঘুরতে যাবেন। পাহাড় থেকে ঘুরে আসলে নাকি ওই তরুণ কর্মীর মন ভাল হবে। প্রেমিকার সঙ্গে বিচ্ছেদের ব্যথাও ভুলবেন তিনি।

Advertisement
আনন্দবাজার অনলাইন ডেস্ক
শেষ আপডেট: ০৯ নভেম্বর ২০২৪ ১৪:১৮
Gen Z employee requests one week leave to recover from break up

—প্রতীকী ছবি।

অফিসে গুরুত্বপূর্ণ প্রজেক্টের কাজ চলছে। সেই কাজ মাঝপথে ছেড়েই অফিস থেকে বেপাত্তা তরুণ কর্মী। বস্‌কে শুধুমাত্র একটি মেল করে লিখেছেন, ‘‘প্রেমিকা আমায় ছেড়ে চলে গিয়েছে। আমার মন ভাল নেই। সাত দিনের ছুটি নিচ্ছি। ঘুরতে যাব।’’ মেল করেই উধাও হয়ে গিয়েছেন তিনি। সমাজমাধ্যমে সেই কথাই জানিয়েছেন অফিসের বস্।

Advertisement

‘কৃষ্ণ মোহন’ নামের অ্যাকাউন্ট থেকে এক্স (সাবেক টুইটার) হ্যান্ডলের পাতায় পোস্ট করেছেন এক ব্যাক্তি। তিনি লেখেন, ‘‘আমার সঙ্গে তরুণ প্রজন্মের এক কর্মী কাজ করেন। হঠাৎ এক দিন আমায় মেল করে ও জানাল যে, ও সাত দিনের জন্য ছুটি নিচ্ছে। ওর প্র্রেমিকা নাকি ওকে ছেড়ে চলে গিয়েছে। মন ভেঙে গিয়েছে ওর। তাই ও ছুটি নিতে চায়।’’ কৃষ্ণ আসলে ওই তরুণের বস্। এই ঘটনাটি কোথাকার তা অবশ্য জানা যায়নি।

অফিসের বস্ জানান, ছুটি নিয়ে ওই তরুণ পাহাড় ঘুরতে যাবেন। পাহাড় থেকে ঘুরে আসলে নাকি ওই তরুণ কর্মীর মন ভাল হবে। প্রেমিকার সঙ্গে বিচ্ছেদের ব্যথাও ভুলবেন তিনি।

কৃষ্ণ বলেন, ‘‘আমার অফিসে খুব গুরুত্বপূর্ণ কাজ চলছিল। ও সব মাঝপথে ছেড়েছুড়ে চলে গেল। আমি খুবই মুশকিলে পড়েছি। ওর সঙ্গে যোগাযোগ করার চেষ্টাও করেছিলাম। কিন্তু কোনও সাড়া পাইনি।’’ কৃষ্ণের পোস্ট দেখে এক নেটাগরিক বলেন, ‘‘আজকালকার প্রজন্মকে বোঝা যায় না। কখন যে কী করে বসে ওরা!’’

Advertisement
আরও পড়ুন