Viral Video

লম্বা ডাঁটার গোড়ায় এক আঁটি শাক! ব্যাগের দামে কিনতে পারেন বিলাসবহুল গাড়িও

শাকপাতার আড়ালে রয়েছে একটি ক্লাচ ব্যাগ। যার মুখ হাঁ করলেই ভিতরে অনেকটা ফাঁকা জায়গা। সেখানেই ভরে ফেলতে পারেন আপনার প্রয়োজনীয় জিনিসপত্র।

Advertisement
আনন্দবাজার অনলাইন ডেস্ক
শেষ আপডেট: ০৯ নভেম্বর ২০২৪ ১২:১৬
Celery shaped luxurious bag worth 4 lakh rupees, video went viral

ছবি: ইনস্টাগ্রাম থেকে নেওয়া।

পোশাকের সঙ্গে মানানসই ব্যাগ কিনতে দোকানে গিয়েছেন। কিন্তু গিয়ে দেখলেন ব্যাগের পরিবর্তে তাকে রাখা রয়েছে এক আঁটি শাক। তার তলায় লেখা রয়েছে দামও। লক্ষ লক্ষ টাকায় বিক্রি হচ্ছে সেই শাক। দাম দেখেই চক্ষু চড়কগাছ! আসলে তা শাক নয়। শাকের মতোই দেখতে একটি ব্যাগ। ইটালির এক খ্যাতনামী সংস্থা এই ব্যাগটি তৈরি করেছে। সমাজমাধ্যমে ছড়িয়েও পড়েছে সেই ব্যাগের ভিডিয়ো (যদিও এই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার অনলাইন)।

Advertisement

‘সোশ্যালমিডিয়াডাইসেক্ট’ নামের অ্যাকাউন্ট থেকে ইনস্টাগ্রামের পাতায় একটি ভিডিয়ো পোস্ট করা হয়েছে। ভিডিয়োয় দেখা যাচ্ছে যে, এক তরুণ ডাঁটা-সহ এক আঁটি শাক বগলদাবা করে নিয়ে যাচ্ছেন। আসলে শাকপাতার আড়ালে রয়েছে একটি ক্লাচ ব্যাগ। যার মুখ হাঁ করলেই ভিতরে অনেকটা ফাঁকা জায়গা। সেখানেই ভরে ফেলতে পারেন আপনার প্রয়োজনীয় জিনিসপত্র। এই ব্যাগটি নাপ্পা নামের একটি বিশেষ চামড়া দিয়ে তৈরি। তবে ব্যাগটির দাম এতই বেশি যে তার পরিবর্তে কিনে ফেলা যায় বিলাসবহুল গাড়িও। হুবহু শাকপাতার মতো এই ব্যাগটির মূল্য ৪৪৭০ আমেরিকান ডলার। ভারতীয় মুদ্রায় যার মূল্য ৩ লক্ষ ৭৭ হাজার ১৯২ টাকা।

ব্যাগটি দেখে এক নেটাগরিক বলেছেন, ‘‘এ বার থেকে এই ব্যাগটি নিয়েই শাক কিনতে যাব।’’ আবার অন্য এক নেটব্যবহারকারী বলেছেন, ‘‘এই ব্যাগ কিনলে তো শাক দিয়ে শাক ঢাকতে হবে।’’

Advertisement
আরও পড়ুন