Viral Video

কিছুতেই ঘুম আসছিল না, স্বামীর এক কথায় গভীর নিদ্রায় তরুণী! প্রকাশ্যে ‘ঘুমপাড়ানি ওষুধের’ ভিডিয়ো

‘শিবানী’ নামের ইনস্টাগ্রাম হ্যান্ডল থেকে পোস্ট করা সেই ভিডিয়োয় দেখা গিয়েছে, রাতের বেলা হঠাৎ কম্বল সরিয়ে উঠে পড়েন ওই তরুণী। স্বামীকে তুলে দিয়ে জানান যে, তাঁর ঘুম আসছে না।

Advertisement
আনন্দবাজার অনলাইন ডেস্ক
কলকাতা শেষ আপডেট: ২৫ ডিসেম্বর ২০২৪ ০৮:৩০

ছবি: ইনস্টাগ্রাম।

কিছুতেই ঘুম আসছিল না। মাঝরাতে স্বামীকে ডেকে জানিয়েছিলেন এক তরুণী। তবে স্বামীর এক কথাতেই ঘুমিয়ে পড়লেন তিনি! মগ্ন হলেন ‘গভীর’ নিদ্রায়। কিন্তু তরুণীর স্বামী কী এমন বললেন যা শুনেই তিনি ঘুমিয়ে পড়লেন? আসলে তাঁরও ঘুম আসছে না জানিয়ে তরুণীকে দু’কাপ চা বানাতে বলেছিলেন স্বামী। আর সে কথা শুনেই তিনি চুপচাপ শুয়ে পড়েন। সেই ঘটনার একটি ভিডিয়ো ইতিমধ্যেই প্রকাশ্যে এসেছে। ভাইরালও হয়েছে মজার ভিডিয়োটি। (যদিও সেই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার অনলাইন।)

Advertisement

‘শিবানী’ নামের ইনস্টাগ্রাম হ্যান্ডল থেকে পোস্ট করা সেই ভিডিয়োই দেখা গিয়েছে, রাতের বেলা হঠাৎ কম্বল সরিয়ে উঠে পড়েন ওই তরুণী। স্বামীকে তুলে দিয়ে জানান যে, তাঁর ঘুম আসছে না। স্বামীও চোখ কচলিয়ে জানান যে, তাঁরও ঘুম আসছে না। এর পরেই স্ত্রীকে চা বানিয়ে আনতে বলেন তিনি। আর সে কথা শুনেই চুপচাপ শুয়ে পড়েন তরুণী। মজার সেই ভিডিয়োই ভাইরাল হয়েছে।

নিছকই মজার উদ্দেশ্যে তৈরি করা ভিডিয়োটি ইতিমধ্যেই বহু মানুষ দেখেছেন। ২৫ লক্ষেরও বেশি বার দেখা হয়েছে ভিডিয়োটি। লাইক এবং কমেন্টের ঝড় উঠেছে সমাজমাধ্যমে। নেটাগরিকদের অনেকেই মজার মজার মন্তব্য করেছেন। ভিডিয়োটি দেখে এক নেটাগরিক লিখছেন, ‘‘আমার স্ত্রীকে এত রাতে চা বানাতে বললে আমাকে মেরে ফেলবে।’’ অন্য এক জন লিখেছেন, ‘‘ঘুমের মোক্ষম দাওয়াই। কাজ করতে হবে শুনেই কেমন ঘুম চলে এল!’’

Advertisement
আরও পড়ুন