Viral Video

নিজস্বীর আবদারে বিরক্ত বিদেশিনি! রক্ষা পেতে বার করলেন মোক্ষম উপায়, ভাইরাল ভিডিয়ো

ভিডিয়োতে দেখা গিয়েছে, একটি প্ল্যাকার্ড হাতে সমুদ্রের পাড়ে দাঁড়িয়ে রয়েছেন এক বিদেশিনি। প্ল্যাকার্ডে লেখা, ‘নিজস্বী তুলুন ১০০ টাকায়।’ তাঁকে ও রকম একটি প্ল্যাকার্ড নিয়ে দাঁড়িয়ে থাকতে দেখে অনেকেই তাঁর কাছে আসছেন।

Advertisement
আনন্দবাজার অনলাইন ডেস্ক
শেষ আপডেট: ১৬ জানুয়ারি ২০২৫ ১৮:২৭

ছবি: ইনস্টাগ্রাম।

তাঁকে দেখলেই নিজস্বী তোলার আবদার করেন অনেকে। তিতিবিরক্ত হয়ে তাঁর সঙ্গে নিজস্বী তোলার মূল্য ধার্য করলেন এক বিদেশিনি। তাঁর সঙ্গে ছবি তুলতে হলে ১০০ টাকা করে দিতে হবে বলেও তিনি সাফ জানিয়েছেন। ভারতীয় সমুদ্রসৈকতে ওই বিদেশি তরুণীর ভিডিয়ো ইতিমধ্যেই প্রকাশ্যে এসেছে। ব্যাপক ভাইরাল হয়েছে ভিডিয়োটি। যদিও সেই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার অনলাইন। ভারতের কোন সমুদ্রসৈকতের ঘটনা তা-ও ওই ভিডিয়ো দেখে স্পষ্ট হয়নি।

Advertisement

ভিডিয়োতে দেখা গিয়েছে, একটি প্ল্যাকার্ড হাতে সমুদ্রের পারে দাঁড়িয়ে রয়েছেন এক বিদেশিনি। প্ল্যাকার্ডে লেখা, ‘নিজস্বী তুলুন ১০০ টাকায়।’ তাঁকে ও রকম একটি প্ল্যাকার্ড নিয়ে দাঁড়িয়ে থাকতে দেখে অনেকেই তাঁর কাছে আসছেন। টাকা দিয়ে নিজস্বী তুলছেন। ভিডিয়োয় ওই তরুণী জানিয়েছেন, তাঁকে দেখলেই ছেঁকে ধরেন অনেক পর্যটক। বার বার নিজস্বী তোলার আর্জি জানাতে থাকেন। সেই আবদার মেটাতে মেটাতে তিনি ক্লান্ত বলেও জানিয়েছেন ওই তরুণী। আর সে কারণেই নিজস্বী-প্রতি মূল্য ধার্য করার ওই ফন্দি বার করেছেন তিনি। ভিডিয়োও তৈরি করেছেন। সেই ভিডিয়োই প্রকাশ্যে এসেছে।

‘অ্যাঞ্জেলিনালি৭৭৭’ নামের ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে পোস্ট করা ভিডিয়োটি ইতিমধ্যেই অনেকে দেখেছেন। বহু বার দেখা গিয়েছে সেই ভিডিয়ো। লাইক-কমেন্টের বন্যা বয়ে গিয়েছে। অনেকে মজার মজার মন্তব্যও করেছেন। তবে বিদেশিনি দেখেই নিজস্বী তোলার জন্য ওই ভাবে হামলা পড়া মানুষদের নিন্দাও করেছেন নেটাগরিকদের একাংশ। ভিডিয়োটি দেখে এক জন নেটাগরিক লিখেছেন, ‘‘নিজস্বীর জন্য আরও বেশি মূল্য ধার্য করুন। হাজার টাকা করে নেওয়া উচিত। তবেই কিছু মানুষের শিক্ষা হবে।’’

Advertisement
আরও পড়ুন