ছবি: ভিডিয়ো থেকে নেওয়া।
শুক্রবার গুজরাতের সুরাট বিমানবন্দর থেকে ব্যাঙ্ককের উদ্দেশে বিমান উড়ল। কিন্তু গন্তব্যস্থলে পৌঁছনোর আগে সমস্ত খাবার শেষ হয়ে গেল বিমানে। ফুরিয়ে গেল মদও। সমাজমাধ্যমে এমনই একটি ভিডিয়ো ছড়িয়ে পড়েছে (যদিও এই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার অনলাইন)।
‘কুঞ্জ পাটেল’ নামের অ্যাকাউন্ট থেকে এক্স (সাবেক টুইটার) হ্যান্ডলের পাতায় একটি ভিডিয়ো পোস্ট করা হয়েছে। ভিডিয়োয় এক যাত্রীকে বিমানে বসে কথা বলতে দেখা যাচ্ছে। ভিডিয়োয় তিনি জানিয়েছেন, বিমানে যা খাবার ছিল তা গন্তব্যস্থলে পৌঁছনোর আগেই ফুরিয়ে গিয়েছে। এমনকি যাত্রীদের পরিবেশন করার জন্য বিমানে যত মদ ছিল তা সবই শেষ হয়ে গিয়েছে বলে দাবি করেছেন যাত্রী।
স্থানীয় সংবাদমাধ্যম সূত্রে খবর, শুক্রবার ‘এয়ার ইন্ডিয়া এক্সপ্রেস’ বিমান সংস্থার তরফে সুরাট বিমানবন্দর থেকে ব্যাঙ্ককের উদ্দেশে প্রথম বিমান ওড়ে। সেই উপলক্ষে যাত্রীদের জন্য নানা ধরনের গুজরাতি মুখরোচক খাবারের আয়োজন করা হয়েছিল। ১.৮ লক্ষ টাকা মূল্যের ১৫ লিটার মদও ছিল বিমানে। কিন্তু গন্তব্যস্থলে পৌঁছনোর আগে সব ফুরিয়ে যায়। খাবার এবং মদ শেষ হয়ে যাওয়ার ফলে এক বিমানকর্মী তা মাইকে ঘোষণা করেও জানান।
ঘটনাটি প্রকাশ্যে আসতেই সমাজমাধ্যমে সমালোচনার ঝড় ওঠে। এক জন নেটাগরিক বলেন, ‘‘এমন আচরণ করা একদমই উচিত হয়নি। কোনও বিপদের মুখে পড়লে তো সাংঘাতিক অবস্থা হত।’’