Viral Video

সাত পাক নয়, ভারতের সংবিধানকে সাক্ষী রেখে বিয়ে করলেন নবদম্পতি, রইল ভিডিয়ো

বিয়ের পোশাকে দাঁড়িয়ে রয়েছেন পাত্র এবং পাত্রী। মাইক হাতে ভারতের সংবিধানকে সাক্ষী রেখে শপথ নিচ্ছেন এক ব্যক্তি।

Advertisement
আনন্দবাজার অনলাইন ডেস্ক
কলকাতা শেষ আপডেট: ২২ ডিসেম্বর ২০২৪ ১৫:২৯

ছবি: ভিডিয়ো থেকে নেওয়া।

বিয়ে করছেন পাত্র-পাত্রী। অথচ কোনও আড়ম্বর নেই। নেই কোনও তথাকথিত নিয়মও। সব প্রথা ভেঙেই বিয়ে করতে চেয়েছিলেন তাঁরা। সাত পাকে ঘুরবেন না। সিঁদুরদানের কোনও বালাইও থাকবে না। অগ্নিসাক্ষী নয়, তার পরিবর্তে ভারতের সংবিধানকে সাক্ষী রেখে বিয়ে করলেন তাঁরা। সমাজমাধ্যমে সেই ভিডিয়োই ছড়িয়ে পড়েছে (যদিও এই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার অনলাইন)

Advertisement

সম্প্রতি এক্স (সাবেক টুইটার) হ্যান্ডলের পাতায় একটি ভিডিয়ো পোস্ট করা হয়েছে। ভিডিয়োয় দেখা যাচ্ছে, বিয়ের পোশাকে দাঁড়িয়ে রয়েছেন পাত্র এবং পাত্রী। মাইক হাতে ভারতের সংবিধানকে সাক্ষী রেখে শপথ নিচ্ছেন এক ব্যক্তি। তাঁর বলার পরেই পাত্র-পাত্রীর পাশাপাশি অনুষ্ঠানে উপস্থিত অতিথিরাও শপথ নিচ্ছেন।

স্থানীয় সংবাদমাধ্যম সূত্রে খবর, ঘটনাটি বুধবার ছত্তীসগঢ়ের রায়পুর থেকে ৩৫০ কিলোমিটার দূরে যশপুর জেলার কাপু গ্রামে ঘটেছে। পাত্রীর নাম প্রতিমা লাহরে। পাত্রের নাম ইমন লাহরে। ইমন এবং প্রতিমা দু’জনেই চেয়েছিলেন, সংবিধানকে সাক্ষী রেখে বিয়ে করতে। বিয়ের সময় বিআর অম্বেডকরের ছবির সামনে দাঁড়িয়ে সারা জীবন একসঙ্গে থাকার শপথ নিলেন তাঁরা।

অগ্নিকে সাক্ষী রেখে নয়। বরং অম্বেডকরের একটি মূর্তির চারদিকে সাত পাক ঘুরলেন তাঁরা। ভিডিয়োটি দেখে নবদম্পতির প্রশংসা করেছেন নেটাগরিকদের একাংশ। আবার এক জন মন্তব্য করেছেন, ‘‘এমন ভাবে বিয়ে করলে খরচ অনেক কমে যায়। ভাল সিদ্ধান্ত নিয়েছেন আপনারা।’’

Advertisement
আরও পড়ুন