Viral Video

ধাক্কা দিয়ে পালাচ্ছিলেন চালক, পাকড়াও করতে চলন্ত গাড়ির ছাদে উঠে বসলেন তরুণ

ট্যাক্সির ছাদে উঠে বসে রয়েছেন এক জন তরুণ। উড়ালপুলের উপর দিয়ে ট্যাক্সি চালিয়ে ছুটছেন তার চালক। ছাদে বসে বার বার সেই চালককে গাড়ি থামানোর জন্য অনুরোধ করছেন তরুণ।

Advertisement
আনন্দবাজার অনলাইন ডেস্ক
কলকাতা শেষ আপডেট: ২২ ডিসেম্বর ২০২৪ ১৩:৫২

ছবি: ভিডিয়ো থেকে নেওয়া।

ব্যস্ত রাস্তায় অন্য গাড়িকে ধাক্কা দিয়ে ফেলেছিলেন ট্যাক্সিচালক। কিছু বুঝতে না-পেরে ভয়ে সেখান থেকে পালিয়ে যাওয়ার জন্য ট্যাক্সি নিয়ে দৌড় দেন তিনি। চালককে পাকড়াও করতে চলন্ত ট্যাক্সির ছাদে লাফিয়ে উঠে পড়েন তরুণ। সমাজমাধ্যমে এমনই একটি ভিডিয়ো ছড়িয়ে পড়েছে (যদিও এই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার অনলাইন)

Advertisement

‘ঘর কে কলেশ’ নামের অ্যাকাউন্ট থেকে এক্স (সাবেক টুইটার) হ্যান্ডলের পাতায় একটি ভিডিয়ো পোস্ট করা হয়েছে। ভিডিয়োয় দেখা যাচ্ছে, ট্যাক্সির ছাদে উঠে বসে রয়েছেন এক জন তরুণ। উড়ালপুলের উপর দিয়ে ট্যাক্সি চালিয়ে ছুটছেন তার চালক। ছাদে বসে বার বার সেই চালককে গাড়ি থামানোর জন্য অনুরোধ করছেন তরুণ। কিন্তু চালক কর্ণপাত করছেন না। বরং জোর গতিতে গাড়ি ছোটাচ্ছেন তিনি।

স্থানীয় সংবাদমাধ্যম সূত্রে খবর, ঘটনাটি মুম্বইয়ের সান্তাক্রুজ় এলাকার উড়ালপুলে ঘটেছে। জানা গিয়েছে, রাস্তায় একটি গাড়িকে ধাক্কা দিয়ে সেখান থেকে পালিয়ে যাচ্ছিলেন ট্যাক্সিচালক। চালক যেন পালাতে না-পারেন, তাই তাঁকে ধরার জন্য ট্যাক্সির ছাদে চড়ে বসেন তরুণ।

অন্য এক গাড়ির চালক তরুণকে গাড়ির ছাদে বসে থাকতে দেখে সেই মুহূর্তে ভিডিয়ো করছিলেন। ওই তরুণ বার বার ট্যাক্সির চালককে গাড়ি থামাতে বলছিলেন। কিন্তু তরুণের কোনও কথা যেন কানেই নিচ্ছিলেন না চালক। ভিডিয়োটি সমাজমাধ্যমের পাতায় ছড়িয়ে পড়তেই তা নজর কাড়ে মুম্বই পুলিশের। এই বিষয় নিয়ে তদন্ত শুরু করেছে পুলিশ।

Advertisement
আরও পড়ুন