—প্রতীকী ছবি।
সাত মিনিট দেরি করে এসেছেন অ্যাপ ক্যাবের চালক! সেই ‘দোষে’ তাঁকে গালিগালাজ করলেন মহিলা যাত্রী। গায়ে থুতুও ছেটালেন। তবে এত কিছুর পরেও শান্ত হয়েই বসেছিলেন ওই ক্যাবচালক। তেমনই একটি ঘটনার ভিডিয়ো প্রকাশ্যে এসেছে সম্প্রতি। ভাইরালও হয়েছে ভিডিয়োটি। সমালোচনার ঝড় উঠেছে সমাজমাধ্যমে (যদিও ভিডিয়োটির সত্যতা যাচাই করেনি আনন্দবাজার অনলাইন)।
ভাইরাল সেই ভিডিয়োয় দেখা গিয়েছে, সাত মিনিট দেরি করে পৌঁছনোর জন্য এক অ্যাপ ক্যাবের চালককে ধমকাচ্ছেন মহিলা যাত্রী। ভিডিয়োয় ওই মহিলার মুখে দেখা না গেলেও তাঁকে একটি গোলাপি পোশাক পরে গাড়ির পিছনের আসনে বসে থাকতে দেখা গিয়েছে। মহিলার দাবি, ১১টায় ওই ক্যাবচালকের আসার কথা ছিল। কিন্তু তিনি সাত মিনিট দেরি করে এসেছেন। এতে তাঁর গন্তব্যে পৌঁছতে দেরি হবে। এর পর অ্যাপ ক্যাবচালককে ‘তুই’ সম্বোধন করতে শোনা গিয়েছে তাঁকে, ‘‘তুই চালক হওয়ারই যোগ্য নোস। দু’টাকার যোগ্যাতা নেই তোর। তুই নিজেকে কী মনে করিস।’’ ক্যাবচালকের বিরুদ্ধে নালিশ করার হুমকিও দেন তিনি। যদিও মহিলার কাছে গালিগালাজ শোনার পরেও উত্তেজিত হতে দেখা যায়নি ওই চালককে। তিনি শান্ত হয়ে বলেন, ‘‘আপনি চাইলে আমার বিরুদ্ধে অভিযোগ করতে পারেন। কিন্তু ট্র্যাফিকের কারণেই পৌঁছতে দেরি হয়েছে আমার।’’
এর পর রেগেমেগে গাড়ি থেকে নেমে যান মহিলা যাত্রী। তবে যাওয়ার আগে ক্যাবচালকের গায়ে থুতু ছেটাতে দেখা যায় তাঁকে। পুরো বিষয়টিই গোপনে ক্যামেরাবন্দি করেন ওই চালক। সেই ভিডিয়োই প্রকাশ্যে এসেছে।
ভিডিয়োটি ‘এনসিএমইন্ডিয়া কাউন্সিল ফর মেন অ্যাফেয়ার্স’ নামের এক্স হ্যান্ডল থেকে পোস্ট করা হয়েছে। দু’মিনিটের সেই ভিডিয়ো ইতিমধ্যেই অনেকে মানুষ দেখেছেন। ভিডিয়ো দেখে কড়া প্রতিক্রিয়া জানিয়েছেন নেটাগরিকদের একাংশ। মহিলার ব্যবহারের কড়া নিন্দা করেছেন অনেকে। পুরো পরিস্থিতিতে মাথা ঠান্ডা রাখার জন্য ক্যাবচালককে কুর্নিশও জানিয়েছেন কেউ কেউ।