CSIR Jobs 2025

কেন্দ্রীয় সংস্থার একাধিক শূন্যপদে কর্মী নিয়োগ, আবেদনের শর্তাবলি কী?

কাউন্সিল অফ সায়েন্টিফিক অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল রিসার্চ-এর অধীনস্থ সেন্ট্রাল লেদার রিসার্চ ইনস্টিটিউটে মোট ১১ জনকে নিয়োগ করা হবে।

Advertisement
আনন্দবাজার অনলাইন ডেস্ক
শেষ আপডেট: ১৫ জানুয়ারি ২০২৫ ১৮:৩৪
Central Leather Research Institute.

সেন্ট্রাল লেদার রিসার্চ ইনস্টিটিউট। ছবি: সংগৃহীত।

রাষ্টায়ত্ত সংস্থায় কাজের সুযোগ। সংশ্লিষ্ট সংস্থায় মোট ১১টি পদে কর্মী প্রয়োজন। তাঁদের নিয়োগ করা হবে সেন্ট্রাল লেদার রিসার্চ ইনস্টিটিউটে। ওই সংস্থায় প্রজেক্ট অ্যাসিস্ট্যান্ট, জুনিয়র রিসার্চ ফেলো, প্রজেক্ট অ্যাসোসিয়েট এবং রিসার্চ অ্যাসোসিয়েট পদে কর্মী প্রয়োজন।

Advertisement

জুনিয়র রিসার্চ ফেলো পদে আবেদনকারীদের বয়স ২৮ বছর এবং অন্যান্য পদপ্রার্থীদের বয়স ৩৫ বছরের মধ্যে হতে হবে। কম্পিউটার সায়েন্স, ইনফরমেশন টেকনোলজি, রসায়ন, মাইক্রোবায়োলজিতে স্নাতক এবং স্নাতকোত্তর যোগ্যতা সম্পন্ন ব্যক্তিরা প্রজেক্ট অ্যাসিস্ট্যান্ট, জুনিয়র রিসার্চ ফেলো, প্রজেক্ট অ্যাসোসিয়েট পদে আবেদনের সুযোগ পাবেন। তবে, রিসার্চ অ্যাসোসিয়েট হিসাবে বায়োটেকনোলজিতে পিএইচডি ডিগ্রি প্রাপ্তদের আবেদন গ্রহণ করা হবে।

২৮ এবং ২৯ জানুয়ারি সরাসরি লিখিত পরীক্ষা বা ইন্টারভিউয়ের মাধ্যমে যোগ্যতা যাচাই করে নেওয়া হবে। আগ্রহীদের এর জন্য আলাদা করে আবেদন জমা দিতে হবে না। প্রশ্নের ধরন হবে মাল্টিপল চয়েজ় কোয়েশ্চন।

নিযুক্তেরা প্রতি মাসে ২০,০০০ টাকা থেকে শুরু ৫৮,০০০ টাকা বেতন হিসাবে পাবেন। তাঁদের কাজ করতে হবে ছ’মাস থেকে এক বছরের চুক্তিতে। পরে ওই মেয়াদ আরও এক বছরের জন্য বৃদ্ধি পেতে পারে। এই বিষয়ে আরও জানতে মূল বিজ্ঞপ্তিটি দেখে নিতে পারেন।

Advertisement
আরও পড়ুন