ছবি: ভিডিয়ো থেকে নেওয়া।
জলের উপর ভেসে রয়েছে ছোট্ট একটি হাত। যেন পুরো শরীরটা ডুবে গিয়েছে। হাত উপরে তুলে প্রাণরক্ষার ইঙ্গিত দেওয়া হচ্ছে যেন। স্থানীয়েরা ভেবেছিলেন, মনে হয় কেউ নদীতে ডুবে গিয়েছে। বাঁচানোর জন্য জলে ঝাঁপ দিতে যাচ্ছিলেন। কিন্তু তৎক্ষণাৎ সতর্ক হয়ে পড়লেন তাঁরা। এ কোনও মানুষের হাত নয়। এ কুমিরের পা। শিকার ধরার জন্য জলের ভিতর নিজের শরীর উল্টে দিয়ে ডুবে যাওয়ার অভিনয় করছে সে। সমাজমাধ্যমে এমনই এক ভিডিয়ো ছড়িয়ে পড়েছে (যদিও এই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার অনলাইন)।
‘ট্রাভলি’ নামের অ্যাকাউন্ট থেকে ইনস্টাগ্রামের পাতায় একটি ভিডিয়ো পোস্ট করা হয়েছে। ভিডিয়োটি দেখে মনে হচ্ছে, নদীতে কেউ ডুবে যাচ্ছে। কিন্তু আসলে তা নয়। একটি কুমির তার পা তুলে জলে ডুবে যাওয়ার নাটক করছে। ঘটনাটি ইন্দোনেশিয়ার বোর্নেয়োর বারিটো নদীর। ইন্দোনেশিয়ার দ্বিতীয় দীর্ঘতম নদী এটি। এই নদীতে বসবাস কুমিরের।
ভিডিয়োটি দেখে অধিকাংশ কুমির বিশেষজ্ঞের দাবি, শিকার যেন নিজে থেকে কুমিরের কাছে ধরা দেয়, সে কারণেই এমন ফন্দি এঁটেছে কুমিরটি। তাকে বাঁচানোর জন্য কেউ যদি জলে ঝাঁপ দেন তা হলে তাঁর দিকে ধেয়ে যেতে পারবে কুমিরটি। এমনটাই পরিকল্পনা তার। ভিডিয়োটি দেখে হাসির রোল উঠেছে নেটপাড়ায়। এক জন নেটাগরিক লিখেছেন, ‘‘এত দিন কুমিরের কান্না দেখেছি। এখন কুমিরের নাটকও দেখে নিলাম।’’