স্মৃতি মন্ধানা। —ফাইল চিত্র।
ওয়েস্ট ইন্ডিজ়ের বিরুদ্ধে ২১১ রানে জয় ভারতের মহিলা দলের। এক দিনের সিরিজ়ের প্রথম ম্যাচেই দাপট হরমনপ্রীত কৌরদের। সেই ম্যাচে রেকর্ড গড়লেন স্মৃতি মন্ধানাও। তিনি এক বছরে সবচেয়ে বেশি রান করলেন।
রবিবার মাত্র ৯ রানের জন্য শতরান হাতছাড়া করেন মন্ধানা। ওয়েস্ট ইন্ডিজ়ের বিরুদ্ধে প্রথমে ব্যাট করে ভারত ৩১৪ রান তোলে। মন্ধানা করেন ৯১ রান। সব ধরনের ক্রিকেট মিলিয়ে এই বছর এখনও পর্যন্ত ১৬০২ রান করেছেন তিনি। যা এক বছরে মেয়েদের ক্রিকেটে কোনও ব্যাটারের সবচেয়ে বেশি রান। ৩৬টি ম্যাচে যে রান তিনি করেছেন। তার মধ্যে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টেস্টে ১৪৯ রানের ইনিংসটি সর্বোচ্চ। মেয়েদের ক্রিকেটে এর আগে কোনও ব্যাটার এক বছরে ১৬০০ রানের গণ্ডি টপকাতে পারেননি। রবিবার লরা উল্ভারথের রেকর্ড ভেঙে দিলেন মন্ধানা। তিনি এক বছরে ১৫৯৩ রান করেছিলেন।
ম্যাচে ভারতের ৩১৪ রানের জবাবে ব্যাট করতে নেমে মুখ থুবড়ে পড়ে ওয়েস্ট ইন্ডিজ়। ২৬ রানের মধ্যে ৫ উইকেট চলে যায়। রেণূকা সিংহের দাপটে জয়ের আশা শুরুতেই শেষ হয়ে যায় ক্যারিবিয়ান ক্রিকেটারদের। শেষ পর্যন্ত ১০৩ রানে শেষ হয় ওয়েস্ট ইন্ডিজ়ের ইনিংস। রেণুকা একাই নেন ৫ উইকেট। তিনিই ম্যাচের সেরা। ২ উইকেট প্রিয়া মিশ্রের। একটি করে উইকেট নেন তিতাস সাধু এবং দীপ্তি শর্মা।