ছবি: ভিডিয়ো থেকে নেওয়া।
রাস্তায় বসে পড়েছেন এক তরুণী। তাঁর চুলের মুঠি ধরে মেরেই চলেছেন অন্য এক তরুণী। দু’জনের এই লড়াইয়ের ভিডিয়োই সমাজমাধ্যমের পাতায় ছড়িয়ে পড়েছে (যদিও এই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার অনলাইন)।
‘ঘর কে কলেশ’ নামের অ্যাকাউন্ট থেকে এক্স (সাবেক টুইটার) হ্যান্ডলের পাতায় একটি ভিডিয়ো পোস্ট করা হয়েছে। ভিডিয়োয় দেখা যাচ্ছে, দুই তরুণী রাস্তায় মারপিট করছেন। ঘটনাটি উত্তরপ্রদেশের গ্রেটার নয়ডার একটি কলেজ ক্যাম্পাসে ঘটেছে। জানা গিয়েছে, তাঁরা ওই কলেজের পড়ুয়া।
Kalesh b/w Two girls inside College Campus after some heated argument Greater Noida UP
— Ghar Ke Kalesh (@gharkekalesh) December 21, 2024
pic.twitter.com/S4PkMlXXhe
এক তরুণী রাস্তায় বসে পড়েছেন। তাঁকে অনবরত মারধর করে চলেছেন অন্য এক তরুণী। কখনও চুলের মুঠি ধরে ঝাঁকিয়ে তুলছেন। কখনও আবার এলোপাথাড়ি চড়-থাপ্পড়ও মারছেন। পাশ দিয়ে কলেজের অন্য ছাত্রেরাও হেঁটে যাচ্ছিলেন। দুই তরুণীর এমন আচরণ দেখে তাঁরা মুচকি মুচকি হাসছিলেন। তাঁদের দেখে দুই তরুণী ছুটে গেলেন। লড়াই থামানোর চেষ্টা করছিলেন তাঁরা। কিন্তু তাতে কোনও লাভ হল না। তরুণী মারধর চালিয়েই গেলেন। ভিডিয়োটি সেখানে শেষ হয়ে যায়।
ভিডিয়োটি সমাজমাধ্যমে ছড়িয়ে পড়তেই অনেকে হেসে গড়িয়ে পড়েছেন। তবে নেটাগরিকদের একাংশের দাবি, দুই তরুণী গুরুতর কোনও বিষয় নিয়ে মারপিট করছিলেন না। বরং মজার ছলেই ভিডিয়োটি তৈরি করেছেন তাঁরা।