ছবি: ইনস্টাগ্রাম থেকে নেওয়া।
কাশ্মীর ইতিমধ্যেই বরফে ঢেকে গিয়েছে। সমাজমাধ্যম জুড়ে ঘুরে বেড়াচ্ছে বরফে ঢাকা সোনমার্গ, গুলমার্গ, পহেলগাঁও-সহ কাশ্মীরের অন্যান্য জায়গার মনোরম প্রাকৃতিক দৃশ্যের ভিডিয়ো ও ছবি। কিন্তু এই সকল সুন্দর ভিডিয়োর মাঝেই একটি ভয় ধরানো ভিডিয়োও ছড়িয়ে পড়েছে সমাজমাধ্যম জুড়ে। চার দিক সাদা বরফের চাদরে ঢাকা। তার মধ্যে একটি চার চাকা গাড়ি হড়কাতে হড়কাতে এগিয়ে চলেছে। আশপাশে কয়েক জন যুবকও সেই বরফের মধ্যে গড়িয়ে যাচ্ছেন। বার বার উঠে দাঁড়ানোর চেষ্টা করলেও ব্যর্থ হচ্ছেন। সম্প্রতি এই রকমই একটি ভিডিয়ো সমাজমাধ্যমের পাতায় ভাইরাল হয়েছে। যদিও সেই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার অনলাইন। ঘটনাটি কাশ্মীরের গুলমার্গের কাছে ঘটেছে বলে দাবি করা হচ্ছে।
ভাইরাল সেই ভিডিয়োয় দেখা যাচ্ছে, বরফে মোড়া রাস্তার উপর একটি সাদা রঙের গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে হড়কে চলেছে। এক যুবক সেই গাড়িটিকে ধরে থামানোর চেষ্টা করছেন। কিন্তু কিছুটা এগোতেই ব্যর্থ হয়ে বরফে পিছলে পড়ে গেলেন তিনি। তাঁর পাশে আরও দু’জন যুবক বরফের চাদরে পড়ে গড়িয়ে চললেন। সকলে দাঁড়ানোর চেষ্টা করলেও টাল সামলাতে পারছিলেন না প্রায় কেউই। গাড়িটিও কিছুটা এগোনোর পর ঘুরে গিয়ে রাস্তার ধারে একটি বাতিস্তম্ভে ধাক্কা মেরে আটকে গেল। সেখানে অন্য এক যুবক দাঁড়িয়ে ছিলেন। তিনি ঠিক সময়ে সরে না গেলে সেই মুহূর্তে বড় দুর্ঘটনা ঘটে যেতেই পারত। অন্য দিকে, ঘটনাটি যিনি ক্যামেরাবন্দি করেছেন, তাঁকেও অনবরত প্রার্থনা করতে শোনা গিয়েছে।
‘কাশ্মীর_উইথ_আদিল’ নামের ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে ভিডিয়োটি সমাজমাধ্যমের পাতায় ভাগ করে নেওয়া হয়েছে। ইতিমধ্যে প্রায় চার কোটি সমাজমাধ্যম ব্যবহারকারী ভিডিয়োটি দেখে ফেলেছেন। অনেকে নানা মন্তব্যও করেছেন। এক জন নেটব্যবহারকারী বলেছেন, ‘‘ডিসেম্বর থেকে মার্চ, বরফ পড়ার মাসগুলি কাশ্মীরে যাবেন না।’’