Viral News Of Marriage

বিচ্ছেদই হয়নি, দ্বিতীয় বার মণ্ডপে বসে পড়লেন তরুণ, বিয়েবাড়িতে হাজির হয়ে ‘রণহুঙ্কার’ প্রথম স্ত্রীর

শেখা দেবী নামে এক তরুণীর সঙ্গে প্রেম করে বিয়ে করেন তিনি। কিন্তু তাঁদের সংসার বেশি দিন টেকেনি। বিবাহবিচ্ছেদের পথ বেছে নেন দু’জনে।

Advertisement
আনন্দবাজার অনলাইন ডেস্ক
শেষ আপডেট: ১১ ডিসেম্বর ২০২৪ ১২:৫১
Bihar man tries to get married again, while his divorce is pending, first wife reaches venue

—প্রতীকী ছবি।

গায়েহলুদ, মেহন্দির অনুষ্ঠান সব সারা হয়ে গিয়েছে। সিঁদুরদানের জন্য বিয়ের পিঁড়িতে বসে রয়েছেন পাত্র-পাত্রী। হঠাৎ বিয়ের অনুষ্ঠানে মায়ের সঙ্গে আসেন এক তরুণী। নিমন্ত্রিত অতিথি নন তাঁরা। পাত্রের আগের পক্ষের স্ত্রী এবং শাশুড়ি। আইনি বিচ্ছেদ হয়নি পাত্রের। তবুও দ্বিতীয় বার বিয়ে করতে মণ্ডপে বসে গিয়েছেন তিনি। তা নিয়েই বিয়ের অনুষ্ঠানে বাঁধল ঝামেলা।

Advertisement

স্থানীয় সংবাদমাধ্যম সূত্রে খবর, বিহারের ভাগলপুরে এই ঘটনাটি ঘটেছে। তরুণের নাম মনোজ পণ্ডিত। শেখা দেবী নামে এক তরুণীর সঙ্গে প্রেম করে বিয়ে করেন তিনি। কিন্তু তাঁদের সংসার বেশি দিন টেকেনি। বিবাহবিচ্ছেদের পথ বেছে নেন দু’জনে। কিন্তু বিচ্ছেদ না দিয়েই দ্বিতীয় বার বিয়ে করতে চলে যান মনোজ। তাই পাত্রীর বাড়িতে গিয়ে হাজির হন মনোজের প্রথম পক্ষের স্ত্রী এবং শাশুড়ি। সকলের সামনে সব ঘটনা প্রকাশ্যে বলেন তাঁরা।

জানা যায়, মনোজের পরিবারের সদস্যরাই বাড়ির ছেলের দ্বিতীয় বিয়ে ঠিক করেন। পাত্রীপক্ষের কাছে সত্য গোপনও করেন তাঁরা। কনেপক্ষের কেউই এই বিষয়ে অবগত ছিলেন না। শেষ পর্যন্ত সত্য ফাঁস হওয়ার পর বিয়ের পিঁড়ি থেকে উঠে পড়েন পাত্রী। মনোজের সঙ্গে বিয়ে ভেঙে দেন তিনি।

Advertisement
আরও পড়ুন