Spanish woman link to fraud case

নগ্ন ছবি দেখিয়ে ৩০০ পুরুষকে ব্ল্যাকমেল! আট মাসে ১৫ লাখ টাকা হাতিয়ে পুলিশের জালে তরুণী

সামান্য একটি ফোন দিয়ে দিনের পর দিন প্রতারণা চালিয়ে গিয়েছেন তিনি। তাঁর শিকারেরা সকলেই পুরুষ ছিলেন।

Advertisement
আনন্দবাজার অনলাইন ডেস্ক
শেষ আপডেট: ১১ ডিসেম্বর ২০২৪ ১৩:২৮
A Spanish woman linked to 311 fraud cases, extorting Rs 15 lakh over eight months

ছবি: সংগৃহীত।

আট মাসে ৩১১টি জালিয়াতির ঘটনা। ১৫ লাখ টাকা হাতিয়ে অবশেষে পুলিশের জালে ধরা পড়লেন এক স্প্যানিশ মহিলা। শুধুমাত্র সস্তা একটি স্মার্টফোন আর ইন্টারনেট, এই ছিল তাঁর জালিয়াতির অস্ত্র। সেই জোড়া অস্ত্রেই ঘায়েল এক আধ জন নন, ৩০০ জনের বেশি পুরুষ। পুলিশের জালে ধরা পড়ার পর নিজের অপরাধ কৌশল জানান ২৬ বছর বয়সি ওই তরুণী। সামান্য একটি মোবাইল ফোন দিয়েই দিনের পর দিন প্রতারণা চালিয়ে গিয়েছেন তিনি। তাঁর শিকারেরা সকলেই পুরুষ ছিলেন।

Advertisement

অভিযোগ, একটি এআই বা কৃত্রিম বুদ্ধিমত্তা সংক্রান্ত ফোটো অ্যাপের সাহায্যে পুরুষদের ছবি বিকৃত করে তাঁদের ব্ল্যাকমেল করতেন ওই তরুণী। এই কাজটিতে তিনি বিশেষ পারদর্শী ছিলেন বলে তাঁর কাজ নিখুঁত হত। প্রথমে তিনি আপত্তিকর ছবির পুরুষ শরীরের উপর ‘শিকার’দের মুখের ছবি বসিয়ে দিতেন। পরে সেগুলি তাঁদের পরিবারের হাতে তুলে দেওয়ার ভয় দেখাতেন অভিযুক্ত তরুণী। এর পরিবর্তে তরুণী মোটা টাকা দাবি করতেন বলে অভিযোগ। অভিযুক্তের ফোন পরীক্ষা করার পর, তদন্তকারীরা তাঁর অপরাধের প্রমাণ খুঁজে পেয়েছেন। ফোনের মধ্যে প্রায় সাড়ে তিন হাজার বার্তালাপের হদিস মিলেছে। সেখানে তাঁকে পুরুষদের ব্ল্যাকমেল করতে দেখা গিয়েছে।

Advertisement
আরও পড়ুন