Viral News

দু’বছরেই তৈরি ‘দুর্গ’, ঠিকাদারকে এক কোটির ঘড়ি উপহার ব্যবসায়ীর

নির্ধারিত সময়ের মধ্যে নিখুঁত কাজ করেছেন রাজেন্দ্র। তাতেই আপ্লুত হয়ে রাজেন্দ্রকে এক কোটি টাকার ঘড়ি উপহার দিয়েছেন গুরদীপ।

Advertisement
আনন্দবাজার অনলাইন ডেস্ক
শেষ আপডেট: ০১ নভেম্বর ২০২৪ ১৭:০২
Businessman gifts 1 crore rolex watch to his contractor for building his house

ছবি: সংগৃহীত।

বাড়ি নয়, ঠিক যেন দুর্গ। বাড়ির কোনায় কোনায় যেন রাজকীয় ছাপ ফুটে উঠছে। নির্ধারিত সময়ের মধ্যে স্বপ্নের বাড়ি তৈরি করে দিয়েছেন বলে আর আনন্দ ধরে রাখতে পারেননি তরুণ ব্যবসায়ী। উপহারস্বরূপ ঠিকাদারকে এক কোটি টাকা মূল্যের ঘড়ি উপহার দিয়ে বসলেন তিনি।

Advertisement

পঞ্জাবি সেই ব্যবসায়ীর নাম গুরদীপ দেববাথ এবং ঠিকাদারের নাম রাজেন্দ্র সিংহ রুপরা। পঞ্জাবের জ়িরাকপুর এলাকায় ন’একর জমি ছিল গুরদীপের। তিনি চেয়েছিলেন, রাজস্থানের দুর্গগুলির আদলে তাঁর বাড়ি তৈরি করা হবে। বাড়ির নকশা তৈরির দায়িত্বে ছিলেন রনঝোধ সিংহ। নির্ধারিত সময়ের মধ্যে নিখুঁত কাজ করেছেন রাজেন্দ্র। তাতেই আপ্লুত হয়ে রাজেন্দ্রকে এক কোটি টাকার ঘড়ি উপহার দিয়েছেন গুরদীপ। সেই ঘড়িটি ১৮ ক্যারাট সোনা দিয়ে তৈরি। ঘড়ির ডায়ালও বেশ নজরকাড়া।

Businessman gifts 1 crore rolex watch to his contractor for building his house

ছবি: সংগৃহীত।

গুরদীপ চেয়েছিলেন, দু’বছরের মধ্যে তাঁর বাড়ি সম্পূর্ণ তৈরি হয়ে যাক। গুরদীপের ইচ্ছাপূরণ করতে তাই ২০০ জনের বেশি শ্রমিক নিয়ে কাজে লেগে পড়েন রাজেন্দ্র। রাজস্থানের দুর্গের আদলে তৈরি করা এই বাড়ির দরজার দু’দিকে রয়েছে সিংহের মূর্তি। বাড়ির সামনের দালানে রয়েছে একটি ফোয়ারা। দূর থেকে দেখলে মনে হয় যে, সাদা পাথরের দুর্গ।

Advertisement
আরও পড়ুন