ছবি: এক্স থেকে নেওয়া।
বিয়ের দিন স্মরণীয় করে তুলতে চেয়েছিলেন তরুণ-তরুণী। বরের সাজে যখন তরুণ অপেক্ষা করবেন তখন কনে একেবারেই সকলকে চমকে দেবেন। তাই অভিনব ভাবেই ‘এন্ট্রি’ নিয়েছিলেন পাত্রী। সমাজমাধ্যমে কনের সেই বিশেষ মুহূর্তের ভিডিয়ো ছড়িয়ে পড়তেই সমালোচনার ঝড় উঠে যায় (যদিও এই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার অনলাইন)।
‘ওক এমিনেন্ট’ নামের অ্যাকাউন্ট থেকে এক্স (সাবেক টুইটার) হ্যান্ডলের পাতায় একটি ভিডিয়ো পোস্ট করা হয়েছে। সেই ভিডিয়োয় দেখা যাচ্ছে যে, বিশাল গোলাকৃতি একটি বেলুনের ভিতর লেহঙ্গা পরে রয়েছেন এক তরুণী। মাথার লাল ওড়না নামিয়ে মুখও ঢেকে রয়েছেন তিনি। বিয়ের সাজে গুটি গুটি পায়ে খুব সাবধানে বেলুনের ভিতর পা ফেলে এগিয়ে যাচ্ছেন। তাঁর সামনে রয়েছে দুই তরুণ এবং দুই তরুণী। দেখে মনে হচ্ছে রাধা-কৃষ্ণের সাজে সেজেছেন তাঁরা। ব্যাকগ্রাউন্ডে বেজে চলেছে হিন্দি ভাষার গান। সেই গানের সঙ্গে ছন্দ মিলিয়ে নাচ করছেন চার জন।
হলঘরে বিয়ের অনুষ্ঠানে নিমন্ত্রিত অতিথিদের ভিড়। প্রায় সকলেই এই মুহূর্তটি ক্যামেরাবন্দি করতে ব্যস্ত। হলঘরের অন্য দিকে বসে রয়েছেন পাত্র। বেলুনের ভিতর হেঁটে তাঁর দিকেই এগিয়ে যাচ্ছেন কনে। ঘটনাটি কোথায় ঘটেছে তা জানা যায়নি। কিন্তু পাত্রীর এই কাণ্ড দেখে সমাজমাধ্যমে নিন্দার ঝড় উঠেছে। এক নেটাগরিক বলেছেন, ‘‘এখন লোকজন ছিমছাম ভাবে বিয়ে করতেই পারেন না। দেখে মনে হয়, যেন সার্কাস চলছে।’’ আবার এক জন বলেছেন, ‘‘এই ধরনের বেলুন সাধারণত জলে ভাসিয়ে হাঁটা হয়। বিনোদন পার্কে দেখেছি এমন। কোনও দিন এমন দৃশ্য দেখব তা কল্পনা করিনি।’’