ছত্রপতি শিবাজির এই মূর্তি উন্মোচন করা হয়। ছবি পিটিআই।
লাদাখের প্রকৃত নিয়ন্ত্রণরেখা (এলএসি)-য় প্রায় ১৪,৩০০ ফুট উচ্চতার মরাঠা বীর ছত্রপতি শিবাজির মূর্তি স্থাপন করল ভারতীয় সেনা! সোমবার সেনার তরফে জানানো হয়েছে, লাদাখের রাজধানী লেহ্-স্থিত ১৪ নম্বর কোরের কমান্ডিং অফিসার (জিওসি) লেফটেন্যান্ট জেনারেল হিতেশ ভাল্লা আনুষ্ঠানিক ভাবে মূর্তিটির আবরণ উন্মোচন করেন।
ভারতীয় সেনার অন্দরে ‘ফিস্ট অ্যান্ড ফিউরি কোর’ নামে পরিচিত ওই বাহিনীই ২০২০-র এপ্রিল থেকে ধারাবাহিক ভাবে পূর্ব লাদাখের এলএসিতে চিনা আগ্রাসনের মোকাবিলা করছে। এই কোরের অন্তর্গত বিহার রেজিমেন্টের জওয়ানেরা ওই বছরের ১৫ জুন গালওয়ান উপত্যকার চিনা হামলার মোকাবিলা করেছিলেন। এ বার তাঁরাই প্যাংগং হ্রদের তিরে বসিয়েছেন ছত্রপতির মূর্তি।
ঘটনাচক্রে, গত মাসেই আলোচনার পূর্ব লাদাখে সীমান্ত বিরোধের অবসান হয়েছে বলে নয়াদিল্লি ও বেজিংয়ের দাবি। ‘ডিসএনগেজমেন্ট’ (মুখোমুখি অবস্থান থেকে সেনা পিছনো) প্রক্রিয়া শেষ হয়েছে। চলছে ‘সেনা সংখ্যা কমানো’ (ডিএসক্যালেশন)-র প্রক্রিয়াও। যার মধ্যে প্যাংগং হ্রদের তীরবর্তী ফিঙ্গার এরিয়ার রয়েছে। প্রসঙ্গত, ২০২০-র এপ্রিলে প্যাংগং হ্রদের উত্তরে ফিঙ্গার এরিয়া-৮ থেকে অনুপ্রবেশ করে চিনা ফৌজ। চলে আসে ফিঙ্গার এরিয়া-৪-এর কাছে। জুন মাসে গালওয়ান উপত্যকায় রক্তক্ষয়ী সংঘর্ষের পরে নতুন করে দ্বিপাক্ষিক শান্তি আলোচনা শুরু হয়।
কয়েক দফায় আলোচনার পরে ফেব্রুয়ারিতে দু’পক্ষের সেনাই মুখোমুখি অবস্থান থেকে কিছুটা পিছিয়ে যায়। কিন্তু অতীতে ভারতীয় সেনা ফিঙ্গার এরিয়া-৮ পর্যন্ত টহল দিলেও সমঝোতা অনুযায়ী তা ফিঙ্গার এরিয়া-৪ পর্যন্ত সীমাবদ্ধ হয়ে গিয়েছিল বলে সূত্রের খবর। নতুন সমঝোতায় ভারতীয় সেনা কত দূর পর্যন্ত টহলদারি করতে পারবে তা এখনও স্পষ্ট নয়। এই আবহে শিবাজি মূর্তির উদ্বোধন করে লেফটেন্যান্ট জেনারেল ভাল্লা বলেন, ‘‘ছত্রপতি ছিলেন প্রতিরোধের প্রতীক। তিনি আমাদের অনুপ্রেরণা।’’