কোহলির আউট হয়ে ফেরার মুহূর্ত। ছবি: পিটিআই।
মেলবোর্নে অস্ট্রেলিয়ার কাছে হেরে সিরিজ়ে পিছিয়ে গিয়েছে ভারত। সোমবার শেষ দিনে হারতে হয়েছে ব্যাটারদের ব্যর্থতায়। সেই হারের পিছনে বিরাট কোহলি, রোহিত শর্মাদেরই দুষেছেন সুনীল গাওস্কর। টপ অর্ডারের ব্যর্থতার কারণেই হারতে হয়েছে বলে মনে করেন তিনি। প্রশ্ন তুলে দিয়েছেন কোহলির টেকনিক নিয়েও।
হারের পর ভারতীয় ক্রিকেটারদের সমালোচনা করেছেন গাওস্কর। কোহলিকে নিয়ে বলেছেন, “ওর পা তো বলের কাছেই যাচ্ছে না। পিচের সোজাসুজি পা নিয়ে যাচ্ছে। যদি পা বলের কাছে যায় তা হলেই তো ব্যাটের মাঝখান দিয়ে খেলতে পারবে। সেটা হচ্ছে না বলেই ওর শরীরকে বলের কাছে যেতে হচ্ছে এবং বার বার একই ভুল করছে।”
গাওস্করের রোষ থেকে ছাড় পাননি রোহিতও। তাঁর মতে, রোহিতের ভবিষ্যৎ নিয়ে নির্বাচকদের এ বার ভাবার সময় এসেছে। তিনি বলেছেন, “সব নির্ভর করছে নির্বাচকদের উপরেও। ওদের থেকে যা আশা করা হয়েছিল সেটা পাওয়া যায়নি। টপ অর্ডারকেই অবদান রাখতে হয়। সেটাই যখন হচ্ছে না তখন লোয়ার অর্ডারকে দোষ দিয়ে লাভ কী।”
গাওস্কর আরও বলেছেন, “দলের সিনিয়রদের থেকে যে অবদান আশা করা হয়েছিল সেটা ওরা দিতে পারেনি। ওদের থেকে চাওয়া হয়েছিল আজকের দিনটা ব্যাট করে কাটিয়ে দেওয়া, যাতে সিডনিতে আরও একটা লড়াইয়ের মঞ্চ তৈরি হয়। সেই কাজটাই ওরা করতে পারেনি।”