Rajasthan

বিয়ে ভাঙার শাস্তি! পাত্রের ভাইয়ের গোঁফ কামিয়ে দিল তরুণীর পরিবার, হইচই বিয়েবাড়িতে

সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী ঘটনাটি ঘটেছে রাজস্থানের কারাউলি জেলায়। সেই ঘটনায় ইতিমধ্যেই সে রাজ্য জুড়ে হইচই পড়ে গিয়েছে।

Advertisement
আনন্দবাজার অনলাইন ডেস্ক
শেষ আপডেট: ২০ জানুয়ারি ২০২৫ ১৬:৪৪

—প্রতীকী ছবি।

বিয়ে ভেঙেছে পাত্র। রেগে গিয়ে পাত্রের ভাইয়ের গোঁফ কামিয়ে দিল পাত্রীর পরিবার। এমনই এক অদ্ভুত ঘটনার খবর প্রকাশ্যে এসেছে। সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী ঘটনাটি ঘটেছে রাজস্থানের কারাউলি জেলায়। সেই ঘটনায় ইতিমধ্যেই সে রাজ্য জুড়ে হইচই পড়ে গিয়েছে।

Advertisement

সংবাদমাধ্যম নিউজ় ১৮-এ প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী, বরের বোনের পাত্রীকে পছন্দ না হওয়ায় নাকি পাত্রপক্ষ বিয়ে ভেঙে দেন। তখনই দুই পরিবারের মধ্যে বিবাদ বাধে। পাত্রপক্ষের সিদ্ধান্তে ক্ষুব্ধ পাত্রীপক্ষ পাত্রের ভাইকে ধরে রাখে। তাঁর গোঁফ কামিয়ে দেওয়া হয়। অন্য দিকে পাত্রের দাবি, তাঁদের ঠকানো হচ্ছিল। কনের যে ছবি দেখানো হয়েছিল, তার সঙ্গে বাস্তবের পাত্রীর কোনও মিল নেই। বাগ্‌দানের সময় বিষয়টি তাঁরা বুঝতে পারেন। পাত্রের পরিবারের সদস্যেরা ‘প্রতারণা’র বিষয়ে জানতে পেরে সরব হয়। বাগ্‌দানের জন্য অতিরিক্ত সময় চেয়ে নেওয়া হয়। আর তখনই পাত্রীর পরিবারের সদস্যদের সঙ্গে বাগ্‌বিতণ্ডা শুরু হয় তাঁদের। এর পরেই পাত্রীর পরিবার পাত্রের ভাইকে বেঁধে গোঁফ কামিয়ে দেয় বলে অভিযোগ।

পুরো ঘটনাটি নিয়ে পুলিশের দ্বারস্থ হবেন বলে জানিয়েছেন পাত্র। যদিও নদৌটি থানার ভারপ্রাপ্ত পুলিশ আধিকারিক মহেন্দ্র কুমার জানিয়েছেন, এখনও কোনও পক্ষের তরফে আনুষ্ঠানিক ভাবে অভিযোগ দায়ের হয়নি। তবে পুলিশ বিষয়টি নিয়ে তদন্ত চালাচ্ছে।

Advertisement
আরও পড়ুন