Rishi Kapur

৪৯ বছরে প্রয়াত মোহনবাগানের প্রাক্তন ফুটবলার, ছিলেন ব‍্যারেটোর সতীর্থ

সুব্রত ভট্টাচার্য কোচ থাকার সময় মোহনবাগানের জাতীয় লিগ জয়ী দলের সদস্য ছিলেন ঋষি। খেলেছেন ব্যারেটো, অসীম, রেনেডি, মেহতাবের মতো ফুটবলারের পাশে। দিল্লির হয়ে সন্তোষ ট্রফিও খেলেন।

Advertisement
আনন্দবাজার অনলাইন ডেস্ক
শেষ আপডেট: ২০ জানুয়ারি ২০২৫ ১৯:১০
Picture of Rishi Kapur

ঋষি কপুর। ছবি: সংগৃহীত।

বেশ কিছু দিন অসুস্থ থাকার পর সোমবার শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন মোহনবাগানের প্রাক্তন ফুটবলার ঋষি কপুর। দিল্লির এক হাসপাতালে তাঁর মৃত্যু হয়েছে। বয়স হয়েছিল ৪৯। তাঁর মৃত্যুতে শোকের ছায়া কলকাতা ময়দানে।

Advertisement

হোসে ব্যারেটো, অসীম বিশ্বাস, রেনেডি সিংহ, মেহতাব হোসেনের সঙ্গে সবুজ-মেরুন জার্সি গায়ে খেলেছেন ঋষি। মোহনবাগান ছাড়াও হিন্দুস্তান এফসি, দিল্লি ইউনাইটেডের হয়েও খেলেছিলেন। দিল্লির হয়ে সন্তোষ ট্রফিও খেলেন। হাসিখুশি স্বভাবের জন্য সতীর্থদের কাছে প্রিয় ছিলেন। সুব্রত ভট্টাচার্য কোচ থাকার সময় মোহনবাগানের জাতীয় লিগ জয়ী দলের সদস্য ছিলেন।

ঋষির মৃত্যুতে শোক প্রকাশ করেছেন মোহনবাগান কর্তৃপক্ষ। প্রাক্তন সতীর্থের প্রয়াণে মর্মাহত সর্বভারতীয় ফুটবল ফেডারেশনের প্রাক্তন সচিব শাজি প্রভাকরণও। তাঁর কথায়, সুনীল ছেত্রীর পর টেকনিকের দিক থেকে দিল্লির সবচেয়ে ভাল ফুটবলার ছিলেন ঋষি।

Advertisement
আরও পড়ুন