Weekend Gardening Tips

সপ্তাহশেষে গাছের যত্ন করবেন কী ভাবে? কী ভাবে সবুজ-সুন্দর থাকবে শখের বাগান?

বাগান করতে হলে শুধু জল দেওয়া যথেষ্ট নয়, দরকার পড়ে পরিচর্যারও। কাজের দিনে সেই সময় না পেলেও, ছুটির দিনে গাছের দেখভাল জরুরি। একটি দিন গাছের বাড়তি পরিচর্যা কী ভাবে করবেন?

Advertisement
আনন্দবাজার অনলাইন ডেস্ক
শেষ আপডেট: ২০ জানুয়ারি ২০২৫ ১৯:১০
সপ্তাহশেষে কী ভাবে গাছের যত্ন নেবেন?

সপ্তাহশেষে কী ভাবে গাছের যত্ন নেবেন?

দিনভর অফিস, সংসারের চাপে গাছের পরিচর্যা করা হয়ে ওঠে না, জল দেওয়াটুকুই যা হয়। তবে এই নিয়ম মাসের পর মাস চলতে থাকলে, গাছপালার স্বাস্থ্যে তার প্রভাব পড়তে পারে। বাগান করতে হলে শুধু জল দেওয়া যথেষ্ট নয়, দরকার পড়ে পরিচর্যারও। তবে সপ্তাহে কাজের দিনে সেই সময় না পেলেও, ছুটির দিনে গাছের দেখভাল জরুরি। এই দিনটিতে গাছের জন্য কী ভাবে বাড়তি পরিচর্যা করবেন?

Advertisement

সূর্যালোক: ঘরের ভিতরে রাখা গাছ সাধারণত অল্প যত্ন, সূর্যালোকে বেড়ে ওঠে। তবে তা সত্ত্বেও তাদের অন্তত ২-৩ ঘণ্টা জানলার পাশে আলো-হাওয়ায় রাখা দরকার। এই দিনটিতে ভাল ভাবে গাছগুলি পরীক্ষা করে দেখে নিন, তাদের স্বাস্থ্য ঠিক আছে কি না। প্রয়োজনে তাদের অবস্থান বদল করে উপযুক্ত আলো-হাওয়ার ব্যবস্থা করতে হবে।

কাটছাঁট: গাছের বেড়ে ওঠার পাশাপাশি তার কাটছাঁট জরুরি। ফুলগাছের ক্ষেত্রে কোন কাণ্ড, কোন কুঁড়ি কাটতে হবে, শুকিয়ে যাওয়া ফুল কাটতে হবে, তা মাথায় রাখা দরকার। গাছে বেশি ফুল চাইলে এই পদ্ধতি খুব জরুরি।

টব: লক্ষ্য করলে দেখা যাবে গাছ যদি এমন কোনও জায়গায় রাখা হয়, যার এক দিকে সূর্যালোক আসে, তা হলে কাণ্ড সে দিকেই ডালপালা মেলে। এ ক্ষেত্রে সপ্তাহ অন্তর টবের অবস্থান এ দিক-ও দিক করলে বা টবটি ঘুরিয়ে দিলে গাছ সব দিকে সমান ভাবে বাড়বে।

সার: গাছের বেড়ে ওঠার জন্য খাবার লাগে। টবের বা গাছের গোড়ার মাটি মাঝেমধ্যে আলগা করে দিলে আলো, হাওয়া চলাচল ভাল হয়। প্রয়োজন মতো সার দেওয়ার দরকার পড়ে। সপ্তাহশেষে গাছের খেয়াল রাখার সময় দেখে নেওয়া প্রয়োজন, সার দিতে হবে কি না।

Advertisement
আরও পড়ুন