Viral Video

মঞ্চে উঠে নর্তকীকে জোর করে জড়িয়ে ধরল বালক! বারণ সত্ত্বেও না শোনায় পেল ‘উচিত শিক্ষা’

‘ঘর কা কলেশ’ নামে এক্স হ্যান্ডল থেকে পোস্ট করা ভিডিয়োটি ইতিমধ্যেই বহু মানুষ দেখেছেন। তিন লক্ষের বেশি বার সেই ভিডিয়ো দেখা হয়েছে। কমেন্টের ঝড় বয়ে গিয়েছে সমাজমাধ্যম জুড়ে।

Advertisement
আনন্দবাজার অনলাইন ডেস্ক
শেষ আপডেট: ২০ নভেম্বর ২০২৪ ১৭:২২
Boy hugs dancer without permission, learns a lesson from her, video goes viral

ছবি: এক্স থেকে নেওয়া।

মঞ্চে নাচছিলেন নর্তকী। এমন সময় হঠাৎই দর্শকাসন থেকে উঠে এসে তাঁকে জোর করে জড়িয়ে ধরল এক বালক। অনেক বারণ করার পরেও ছাড়ল না। এর পরেই চটে গিয়ে ওই বালককে চড়় কষালেন তিনি। এমনই এক ঘটনার ভিডিয়ো প্রকাশ্যে আসতেই হইচই পড়েছে। বালকের এ রকম দুঃসাহস হল কী করে? তা নিয়েও প্রশ্ন তুলতে শুরু করেছেন নেটাগরিকেরা। যদিও ভাইরাল সেই ভিডিয়োটির সত্যতা যাচাই করেনি আনন্দবাজার অনলাইন।

Advertisement

সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশে মউয়ে। সেখানে একটি অনুষ্ঠান উপলক্ষে নর্তকীকে আনা হয়েছিল। চলছিল নৃত্য। দর্শকাসনে বসেছিলেন অনেক পুরুষ-মহিলা। সেই সময়ই দর্শকদের মাঝখান থেকে এক বালক সটান মঞ্চে উঠে যায়। জোরপূর্বক জড়িয়ে ধরে নর্তকীকে। নর্তকী বার বার তাকে ছেড়ে দিতে বললেও সে ছাড়তে রাজি হয় না। এর পরেই রেগে যান ওই তরুণী নর্তকী। ঠাস ঠাস করে চড় মারতে থাকেন তাকে। মার খেয়ে হতভম্ব হয়ে যায় বালক। চুপচাপ মঞ্চ থেকে নেমে পড়ে সে। সেই ভিডিয়োই প্রকাশ্যে এসেছে।

‘ঘর কা কলেশ’ নামে এক্স হ্যান্ডল থেকে পোস্ট করা ভিডিয়োটি ইতিমধ্যেই বহু মানুষ দেখেছেন। তিন লক্ষের বেশি বার সেই ভিডিয়ো দেখা হয়েছে। কমেন্টের ঝড় বয়ে গিয়েছে সমাজমাধ্যম জুড়ে। এই বয়সে এমন দুঃসাহস কী করে দেখাতে পারে বালক? এই প্রশ্ন তুলে উদ্বেগও প্রকাশ করেছেন নেটাগরিকদের একাংশ। এক জন লিখেছেন, ‘‘উচিত শিক্ষা পেয়েছে বালক।’’ অন্য এক জন লিখেছেন, ‘‘উত্তরপ্রদেশ এবং বিহার এক সময় সংস্কৃতির কেন্দ্র ছিল। উত্তরপ্রদেশে অযোধ্যা, মথুরা, কাশীর মতো জায়গা রয়েছে। বিহারে নালন্দা বিশ্ববিদ্যালয়ের কত নাম ছিল। এই রাজ্যের বালকদের এমনটা করতে দেখে খুব খারাপ লাগে।’’

Advertisement
আরও পড়ুন